T20 World Cup 2022: শ্রীলঙ্কা-আফগানিস্তানের মরণ বাঁচন ম্যাচ, বৃষ্টিতে ভেস্তে গেলে বিদায়

Afghanistan vs Sri Lanka: শ্রীলঙ্কার তিন ম্যাচে অবশ্য বৃষ্টি তাড়া করেনি। তবে চোট-আঘাত গ্রুপ পর্ব থেকেই তাড়া করছে তাদের। তিন ম্যাচ খেললেও জয় মাত্র একটি। 

T20 World Cup 2022: শ্রীলঙ্কা-আফগানিস্তানের মরণ বাঁচন ম্যাচ, বৃষ্টিতে ভেস্তে গেলে বিদায়
Image Credit source: ICC
Follow Us:
| Edited By: | Updated on: Nov 01, 2022 | 12:31 AM

ব্রিসবেন: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) সুপার টুয়েলভ পর্বে আজ মুখোমুখি আফগানিস্তান (Afghanistan) ও শ্রীলঙ্কা। পয়েন্ট টেবলে একেবারে শেষ দুটি স্থানে এই দুই দল। হিসেব খুব সহজ। বাকি দুটি ম্যাচ জিততেই হবে তাদের। গ্রুপ ১-এ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ৫ পয়েন্ট নিয়ে প্রথম দুটি স্থানে রয়েছে। শ্রীলঙ্কা (Sri Lanka), আফগানিস্তান দু-দলের জন্যই তাই মরণ বাঁচন ম্যাচ। সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে জিততেই হবে। হারলে দৌড় থেকে ছিটকে যাবে সেই দল। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে? প্রিভিউ TV9Bangla-র।

আফগানিস্তানের তিনটি ম্যাচের মধ্যে দুটিই বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। একমাত্র ম্যাচ খেলার সুযোগ হয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচে হেরেছে আফগানিস্তান। মরিয়া চেষ্টা করলেও ইংল্যান্ডের বিরুদ্ধে পেরে ওঠেনি তারা। নিউজিল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দুটি বৃষ্টিতে ভেস্তে যায়। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মহম্মদ নবির নেতৃত্বাধীন আফগানিস্তান ওয়ার্ম ম্যাচে ভাল ছন্দে ছিল। মূল প্রতিযোগিতায় বাকি ম্যাচ দুটি হলে, হয়তো ভাল জায়গায় থাকত তারা। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং ফ্লপ হলেও বোলাররা মরিয়া চেষ্টা করেছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে দক্ষতা প্রমাণের সুযোগ আফগানিস্তানের। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে দু-দলই ছিটকে যাবে।

শ্রীলঙ্কার তিন ম্যাচে অবশ্য বৃষ্টি তাড়া করেনি। তবে চোট-আঘাত গ্রুপ পর্ব থেকেই তাড়া করছে তাদের। তিন ম্যাচ খেললেও জয় মাত্র একটি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যর্থ বোলিং বিভাগ। তেমনই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং বিভাগ রুখে দাঁড়াতে পারেনি। আফগানদের বিরুদ্ধে টিম হিসেবে পারফর্ম করতে না পারলে জয় মুশকিল। বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ালে জয় ছাড়া সেমিফাইনালে দৌড়ে থাকার কোনও রাস্তা নেই এশিয়া কাপ চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের কাছে। মহেশ থিকসানা, ওয়ানিন্দু হাসারঙ্গারা ছন্দে থাকলেও ব্যাটিংকে আরও বেশি দায়িত্ব নিতে হবে। আফগানিস্তান, শ্রীলঙ্কা যেই জিতুক, তাও যথেষ্ট নয়। নেট রান রেটও ভাল করতে হবে।

আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা, সকাল ৯.৩০