লন্ডন : ভাগ্য একেবারেই সঙ্গ দিচ্ছে না পৃথ্বী শ-এর। কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ পেয়েছেন। নর্দাম্পটনশায়ারের আন্তঃ স্কোয়াড অনুশীলন ম্যাচে খেলছিলেন ৬৫ রানের ঝোড়ো ইনিংস। ইংল্যান্ডের ঘরোয়া ওয়ান-ডে কাপে ৪ অগস্ট কাউন্টিতে অভিষেক হয়েছে পৃথ্বীর। ম্যাচটি ছিল নর্দাম্পটনশায়ার বনাম গ্লচেস্টারশায়ারের মধ্যে। তবে দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে অভিষেক পর্বটা স্মরণীয় করে রাখতে পারলেন না পৃথ্বী। প্রতিপক্ষ বোলারের বাউন্সার সামলাতে না পেরে শরীরের ভারসাম্য ধরে রাখতে পারেননি। ফলে মাটিতে হুমড়ি খেয়ে পড়েন। তাঁর ব্যাট গিয়ে লাগে উইকেটে। কাউন্টি অভিষেকে এমনভাবে আউট হবেন বিশ্বাস করতে পারেননি পৃথ্বী। কয়েক সেকেন্ড ওভাবেই বসে ছিলেন। এরপর ভারাক্রান্ত মন নিয়ে প্যাভিলিয়নে ফিরে যান।
নর্দাম্পটনশায়ারের হয়ে পৃথ্বী শ সূচনাটা ভালোই করেছিলেন। ছন্দে দেখাচ্ছিল তাঁকে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে ফিরতে হল। ঘটনাটি নর্দাম্পটনশায়ারের ১৬তম ওভারে। নেদারল্যান্ডসের বোলার পল ভ্যান মিকরনের বাউন্সার সামলাতে পারেননি পৃথ্বী। ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান এবং ব্যাট আঘাত করে উইকেটে। কাউন্টি ক্রিকেটের ডেবিউ ম্যাচে ৩৪ রান করে হিট উইকেটে আউট হয়ে ফেরেন পৃথ্বী শ। ৩৫টি বল খরচ করলেন। দুটি চার এবং ১টি ছয় হাঁকিয়েছেন। গ্লচেস্টারশায়ারের দেওয়া ২৭৯ রান তাড়া করতে নেমে ১০ ওভারের মধ্যে ৫ জন ব্যাটার মাত্র ৩০ রানে আউট হয়ে ফেরেন।
HIT WICKET!!!! ?
Paul van Meekeren with a fierce bumper that wipes out Prithvi Shaw who kicks his stumps on the way down. What a delivery! Shaw goes for 34.
Northants 54/6.#GoGlos ?? pic.twitter.com/EMYD30j3vy
— Gloucestershire Cricket (@Gloscricket) August 4, 2023
পৃথ্বীর আউটে ষষ্ঠ উইকেট হারায় নর্দাম্পটনশায়ার। সপ্তম উইকেটে জুটি বাঁধেন টম টেলর এবং কিপার ব্যাটার লুইস ম্যাকমানুস। জুটির ৮৬ রানের পার্টনারশিপ ১০০-র কম রানে দলের পতন ঠেকাতে সাহায্য করে। টম টেলরের ১১২ রানের ইনিংসও যথেষ্ট ছিল না নর্দাম্পটনশায়ারকে জেতানোর জন্য। শেষমেশ ২৫৫ রানে আটকে যায় পৃথ্বী শ-এর টিম। কাউন্টি অভিষেকেই দলের ২৩ রানে হার দেখলেন পৃথ্বী।