Prithvi Shaw : প্লে অফ থেকে বিদায়ের পর পৃথ্বীর ব্যাটে রান! আহ্লাদে আটখানা প্রেমিকা
PBKS vs DC, IPL 2023 : চলতি আইপিএলে লাগাতার ব্যাটিং ব্যর্থতার জেরে প্রথম একাদশ থেকে বাদ পড়েছিলেন পৃথ্বী শ। বুধবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে দিল্লির একাদশে ফিরতেই রানে ফিরলেন পৃথ্বী।
ধর্মশালা: এ বারের আইপিএলে সমর্থকদের হতাশ করেছেন, এমন ক্রিকেটারের অভাব নেই। দিল্লি ক্যাপিটালসের ওপেনার পৃথ্বী শ তাঁদের মধ্যে একজন। গোটা আইপিএল জুড়ে পৃথ্বীকে (Prithvi Shaw) খুঁজে পাওয়া যায়নি। টুর্নামেন্টে এমনিতেই দিল্লি ক্যাপিটালসের দুর্দশার শেষ নেই। দিল্লি এমনিতেই প্লে অফ থেকে ছিটকে গিয়েছে। আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার আগে খান দুই মানরক্ষার ম্যাচ। বুধবার ধর্মশালায় দিল্লির প্রতিপক্ষ ছিল পঞ্জাব কিংস। ১৫ রানে সান্ত্বনার জয় পেয়েছে রাজধানীর দলটি। একইসঙ্গে রানের খোঁজ পাওয়া গিয়েছে পৃথ্বী শ-র ব্যাটে। গোটা আইপিএল (IPL 2023) জুড়ে নিস্তেজ থাকার পর হঠাৎই জ্বলে উঠলেন। ৩৮ বলে ৫৪ রান। সমালোচনার জবাব দিয়ে হাফ সেঞ্চুরির পর সেলিব্রেশনের সময় দুই হাতের আঙুল দিয়ে অদ্ভুত অঙ্গভঙ্গি করেন (PBKS vs DC)। পৃথ্বীর এমন সেলিব্রেশনের মাথামুণ্ডু বোঝা যায়নি প্রথমে। পরে তাঁর গার্লফ্রেন্ড নিধি তাপাড়িয়া ( পৃথ্বীর সঙ্গে সম্পর্কের জল্পনা রয়েছে) ইনস্টা পোস্ট করতেই বোঝা গেল বিষয়টা। চলতি আইপিএলে পৃথ্বীর প্রথম হাফ সেঞ্চুরি দেখে আহ্লাদি তাঁর প্রেমিকা। একঝাঁক পোস্ট করে বয়ফ্রেন্ডকে শুভেচ্ছা জানিয়েছেন। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
২০ এপ্রিল কেকেআরের বিরুদ্ধে খেলার পর বুধবার ফের দিল্লির প্রথম একাদশে ফেরেন পৃথ্বী। শুরু থেকেই ছন্দে দেখায় তাঁকে। ৩৬ বলে হাফ সেঞ্চুরি। যদিও অর্ধশতরানের ইনিংসের পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ৩৮ বলে ৫৪ রান করার পথে পৃথ্বীর ব্যাটে আসে ৭টি চার ও ১টি ছয়। স্ট্রাইক রেট ১৪২.১১। ১৫তম ওভারের শেষ বলে বড় শট নিতে গিয়ে উইকেট দিয়ে বসেন পৃথ্বী। নিজের পারফরম্যান্সে বেজায় খুশি মুম্বইয়ের ব্যাটার। এদিন ধর্মশালায় বয়ফ্রেন্ডের হয়ে গলা ফাটাতে পৌঁছে গিয়েছিলেন পৃথ্বীর বান্ধবী নিধি তাপাড়িয়া। পৃথ্বী ও নিজের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন। যেখানে দেখা যায় হাফ সেঞ্চুরির পর দু’জন একইভাবে উল্টো ‘ভি’ সাইন দেখিয়ে সেলিব্রেশন করছেন। পেশায় অভিনেতা ও মডেল নিধি ক্যাপশনে লেখেন, “হোয়্যাট আ শো শ।”
Nice Celebration… ❤️❤️#prithvishaw #PBKSvDC pic.twitter.com/S9XJkhTonh
— Dipankar Ghoshal (@Deepp007Ghoshal) May 18, 2023
পৃথ্বীর ক্রিকেট কেরিয়ারের উন্নতি অনেকটাই থমকে। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করা সত্ত্বেও জাতীয় দলে সেভাবে ডাক পান না। কিছুদিন আগে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। যার জল অনেকদূর গড়িয়েছে। আইপিএলেও রান পাচ্ছিলেন না। অবশেষে পৃথ্বীর মুখে হাসি ফুটেছে। গ্যালারিতে লেডি লাক কাজে লেগে গিয়েছে পৃথ্বীর।