Prithvi Shaw: আউট হয়ে মাথা গরম, ব্যাট হাতে তেড়ে যাওয়া, মুশিরের কাছে ক্ষমা চাইলেন পৃথ্বী!

নির্বাচকদের নোটবুকে আবার ঢুকতে হলে পৃথ্বী শকে (Prithvi Shaw) নতুন করে প্রমাণ করতে হবে নিজেকে। আর তার জন্য দরকার ধারাবাহিক রান। যা করার চেষ্টা করছেন পৃথ্বী। দল বদলানোর পাশাপাশি নিজের অনেক কিছু বদলেছেন তিনি।

Prithvi Shaw: আউট হয়ে মাথা গরম, ব্যাট হাতে তেড়ে যাওয়া, মুশিরের কাছে ক্ষমা চাইলেন পৃথ্বী!
আউট হয়ে ব্যাট হাতে তেড়ে যাওয়া, মুশিরের কাছে ক্ষমা চাইলেন পৃথ্বী!Image Credit source: X

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 10, 2025 | 1:54 PM

কলকাতা: ফিরে আসার নতুন খুঁজতে মরিয়া। ছেড়েছেন পুরনো দল। তা কাজেও লাগছে। মরসুমের শুরুতেই প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে দুটো সেঞ্চুরিও করেছেন। ওপেনার যদি নিজের পুরনো ছন্দ ফিরে পান, আবার হয়তো ভারতীয় দলে দেখা যেতে পারে। পেতে পারেন আইপিএল (IPL) টিমও। কিন্তু বিতর্ক যে তাঁর সঙ্গে সঙ্গে চলে। পুরনো দলের বিরুদ্ধে খেলতে নেমে এক প্রাক্তন সতীর্থের দিকে ব্যাট হাতে তেড়ে গিয়েছিলেন। ইনি আর কেউ নন, পৃথ্বী শ (Prithvi Shaw)। মুম্বইয়ের বিরুদ্ধে মহারাষ্ট্রের হয়ে খেলতে নেমে সেঞ্চুরি করেছিলেন। কিন্তু আউট হয়ে মুশির খানের দিকে তেড়ে গিয়েছিলেন ব্যাট হাতে। তাতেও বেড়েছে বিতর্ক।

সেই পৃথ্বী এবার নিজের আচরণের জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন, এমনই খবর। মহারাষ্ট্রের হয়ে ওপেন করতে নেমে ২২০ বলে ১৮১ রান করেছিলেন পৃথ্বী। আগ্রাসী ব্যাটিংই করেছেন। আর্শিন কুলকার্নির সঙ্গে জুটি বেঁধে ৩০৫ রানের পার্টনারশিপও করেছিলেন। সেই পৃথ্বী মুশিরের বলে আউট হতেই রেগে যান। জানা গিয়েছিল, আউট করে মুশির বলেছিলেন, থ্যাঙ্ক ইউ। তাতেই নাকি মাথা গরম করেন পৃথ্বী। মুশিরের এই স্লেজিং মেনে নিতে পারেননি পৃথ্বী। তাই ব্যাট হাতে তেড়ে গিয়েছিলেন। সেই দৃশ্য অবশ্য ক্রিকেট মহল ভালোভাবে নেয়নি। বিতর্কের মুখে পড়েন পৃথ্বী। সেই তিনিই এবার ক্ষমা চেয়ে নিলেন মুশিরের কাছে।

একটি সূত্র জানাচ্ছে, মুশিরকে ওয়ার্ম ম্যাচের শেষ দিন অর্থাৎ তৃতীয় দিনে পৃথ্বী বলেছেন, ‘পৃথ্বী বুঝতে পেরেছে, ও ভুল করেছে। যে কারণে ও ক্ষমা করে নিয়েছে মুশিরের কাছে। শুধু তাই নয়, মুশিরকে ও বলেছে, আমি তোমার বড় দাদার মতো।’ ব্যাপারটা নিয়ে শুরুতে বিতর্ক ভালো মতোই হয়েছিল। ওই দিনের ঘটনার পর কিন্তু মহারাষ্ট্রের ক্যাপ্টেন অঙ্কিত বাওনে বলেছিলেন, ‘প্র্যাক্টিস ম্যাচে এমনটা অনেক সময় হয়। এখন সব ঠিক আছে।’

নির্বাচকদের নোটবুকে আবার ঢুকতে হলে পৃথ্বীকে নতুন করে প্রমাণ করতে হবে নিজেকে। আর তার জন্য দরকার ধারাবাহিক রান। যা করার চেষ্টা করছেন পৃথ্বী। দল বদলানোর পাশাপাশি নিজের অনেক কিছু বদলেছেন তিনি। আলাদা থাকেন। একাকীত্ব তাঁকে অনেক কিছু শিখিয়েছে, এমনও বলেছেন পৃথ্বী। রঞ্জি ট্রফিতেই সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে পৃথ্বী।