নর্দাম্পটন: দুরন্ত ছন্দে থাকা কালীন হঠাৎ চোট কোনও ক্রিকেটারকে মাঠের বাইরে পাঠিয়ে দিলে কেমন লাগে? একে চোট তার উপর ২২ গজ থেকে দূরে। এই পরিস্থিতি কোনও ক্রিকেটারই চান না। কিন্তু চোট-আঘাত তো আর বলে-কয়ে আসে না। অগস্টে দুরন্ত ছন্দে কাউন্টি (County Cricket) খেলা শুরু করেছিলেন ভারতের তারকা ক্রিকেটার পৃথ্বী শ (Prithvi Shaw)। কিন্তু হাঁটুর চোট বেশি দিন তাঁকে নর্দাম্পটনশায়ারের (Northamptonshire) হয়ে খেলতে দেয়নি। আসলে পৃথ্বীর গ্রেড ২ পিসিএল (পস্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট) চোট লেগেছে। আর এই চোট সারাতে অস্ত্রোপচারের প্রয়োজন নেই। চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন ভারতীয় ক্রিকেটার। এরই মাঝে জানা গেল, পৃথ্বী আবার কাউন্টিতে কবে ফিরবেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
অগস্টে নর্দাম্পটনশায়ারের হয়ে পৃথ্বী শ চারটি ম্যাচ খেলেন। তাতে একটি ডাবল সেঞ্চুরি ও একটি সেঞ্চুরিও করেন। এরপরই হাঁটুর চোট তাঁকে নর্দাম্পটনশায়ারের হয়ে ওয়ান ডে কাপ টুর্নামেন্ট থেকে ছিটকে দেয়। তবে এ বার তাঁর ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ২০২৪ সালে পৃথ্বী আবার ফিরবেন নর্দাম্পটনশায়ারে। পৃথ্বীও জানান, আগামী গ্রীষ্মে নর্দাম্পটনশায়ারের হয়ে আবার খেলতে পারবেন ভেবে তিনি ভীষণ উত্তেজিত। ভারতীয় তারকা জানান, কী ভাবে নর্দাম্পটনশায়ার তাঁকে খুব অল্প সময়ে আপন করে নিয়েছিল। ওই ক্লাবের হয়ে খেলা বেশ উপভোগও করছিলেন তিনি। তাই আবার নর্দাম্পটনশায়ারে ফেরার কথা ভেবেই উত্তেজিত পৃথ্বী।
২০২৪ সালে পৃথ্বী নর্দাম্পটনশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ এবং ওয়ান ডে কাপ টুর্নামেন্টে খেলবেন। পৃথ্বীকে পুনরায় নর্দাম্পটনশায়ারে স্বাগত জানাতে তৈরি হেড কোচ জন স্যাডলার। তাঁর কথায়, ‘পৃথ্বী দারুণ ক্রিকেটার। অল্প সময়ের মধ্যে ও আমাদের যা উপহার দিয়েছে, তা অবিশ্বাস্য। চোটের কারণে অবশ্য বেশিদিন খেলতে পারল না। তাই ও বেশ হতাশ হয়ে পড়েছে। তবে আগামী বছর আবার এই ক্লাবের হয়ে ও খেলবে। যা আমাদের সকলের জন্য খুশির খবর।’
জাতীয় দলে সুযোগ না পেয়ে কাউন্টিতেই মন দিচ্ছিলেন পৃথ্বী। তাতেও বাদ সাধে চোট। কিন্তু পৃথ্বী যে অল্প দিনেই নর্দাম্পটনশায়ারে নিজের জাত চিনিয়েছেন তা নিয়ে কোনও সন্দেহ নেই। যে কারণে নর্দাম্পটনশায়ারে পৃথ্বী অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটারও হয়ে উঠেছেন। এ বার দেখার নতুন বছরে তাঁর নর্দাম্পটনশায়ারে প্রত্যাবর্তন কেমন হয়।