Prithvi Shaw: সুরজের তেজে কামাল, কামব্যাক রঙিন হল না পৃথ্বী শর

Feb 04, 2024 | 3:50 PM

Ranji Trophy: আজ, শুক্রবার ইডেন গার্ডেন্সে শুরু হয়েছে বাংলা বনাম মুম্বইয়ের রঞ্জি ম্যাচ। টস জিতে মুম্বইকে ব্যাটিংয়ে পাঠান বাংলার ক্যাপ্টেন মনোজ তিওয়ারি। গত কয়েকদিন ধরে জল্পনা চলছিল এখনও পুরোপুরি ফিট হয়ে ওঠেননি পৃথ্বী শ। ফলে এই রঞ্জি মরসুমে তাঁকে মাঠে দেখা যাবে না। শোনা গিয়েছিল, তাঁর ২২ গজে প্রত্যাবর্তন হবে আইপিএলে। অবশ্য তার আগেই মাঠে ফিরলেন পৃথ্বী।

Prithvi Shaw: সুরজের তেজে কামাল, কামব্যাক রঙিন হল না পৃথ্বী শর
Prithvi Shaw: সুরজের তেজের কামাল... কামব্যাক রঙিন হল না পৃথ্বী শর

Follow Us

কলকাতা: দীর্ঘ দিন পর চোট সারিয়ে ২২ গজে ফিরলেন মুম্বইয়ের (Mumbai) তারকা ওপেনার পৃথ্বী শ (Prithvi Shaw)। কিন্তু কামব্যাক ম্যাচটা রঙিন হল না পৃথ্বীর। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ফিট সার্টিফিকেট পাওয়ার পর তিনি বাংলার বিরুদ্ধে ইডেনে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) খেলতে নেমেছিলেন। মাত্র ৩৫ রান করেই মাঠ ছাড়লেন। চলতি রঞ্জি মরসুমে অভিষেক হওয়া সুরজ সিন্ধু জয়সওয়াল তুলে নিয়েছেন পৃথ্বীর উইকেট।

আজ, শুক্রবার ইডেন গার্ডেন্সে শুরু হয়েছে বাংলা বনাম মুম্বইয়ের রঞ্জি ম্যাচ। টস জিতে মুম্বইকে ব্যাটিংয়ে পাঠান বাংলার ক্যাপ্টেন মনোজ তিওয়ারি। গত কয়েকদিন ধরে জল্পনা চলছিল এখনও পুরোপুরি ফিট হয়ে ওঠেননি পৃথ্বী শ। ফলে এই রঞ্জি মরসুমে তাঁকে মাঠে দেখা যাবে না। শোনা গিয়েছিল, তাঁর ২২ গজে প্রত্যাবর্তন হবে আইপিএলে। অবশ্য তার আগেই মাঠে ফিরলেন পৃথ্বী।

বাংলার বিরুদ্ধে ওপেনিংয়ে নেমে ৮৩.৩৩ স্ট্রাইকরেটে ৪২ বলে ৩৫ রান করেন পৃথ্বী শ। তাঁর ইনিংসে ছিল ৫টি চার। কোনও ছয় মারেননি তিনি। ভুপেন লালওয়ানির সঙ্গে ওপেনিংয়ে নেমে প্রথম উইকেটে পৃথ্বী তোলেন ৫০ রান। অঙ্কিত মিশ্র তুলে নেন ভুপেনের (১৮) উইকেট। তিনি ফিরলে হার্দিক তোমারের সঙ্গে জুটি বাঁধেন পৃথ্বী। ১৮.৩ ওভারে তাঁর উইকেট তুলে নেন সুরজ সিন্ধু জয়সওয়াল। চলতি রঞ্জিতে আপাতত চার ম্যাচে বাংলার ঝুলিতে ১২ পয়েন্ট। আর বোনাস সহ মুম্বইয়ের ঝুলিতে রয়েছে ২০ পয়েন্ট। এ বারের রঞ্জিতে বাংলার নকআউটের রাস্তা খোলা রাখতে হলে মুম্বইকে হারাতেই হবে মন্ত্রীমশাইয়ের বাংলাকে।

পৃথ্বী দীর্ঘদিন জাতীয় দলে ব্রাত্য। আইপিএলে খেলেন। এবং এ বার ঘরোয়া ক্রিকেটেও ফিরলেন। গত বছরের অগস্টে নর্দাম্পটনশায়ারের হয়ে পৃথ্বী শ চারটি ম্যাচ খেলেছিলেন। তাতে একটি ডাবল সেঞ্চুরি ও একটি সেঞ্চুরিও করেছিলেন। হাঁটুর চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন। এরপর দীর্ঘদিন ধরে রিহ্যাবে ছিলেন। এনসিএতে দিনরাত এক করে পরিশ্রম করেছিলেন পৃথ্বী। তারপর পুরো ফিট হয়ে উঠেছেন।

Next Article