Prithvi Shaw: ‘সিরিয়াস’ পৃথ্বী শ, চিঠি দিলেন মুম্বই ক্রিকেট সংস্থাকে

Indian Cricket News: কেরিয়ারে ৫টি টেস্ট এবং আধডজন ওয়ান ডে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন পৃথ্বী। গত বছর ফিটনেসের কারণে রঞ্জি ট্রফি স্কোয়াড থেকে বাদ পড়েন। মুম্বইয়ের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে।

Prithvi Shaw: সিরিয়াস পৃথ্বী শ, চিঠি দিলেন মুম্বই ক্রিকেট সংস্থাকে
Image Credit source: PTI FILE

Jun 23, 2025 | 5:35 PM

আন্তর্জাতিক ক্রিকেটে ফের দেখা যাবে পৃথ্বী শ-কে? এই পথটা খুবই কঠিন হতে চলেছে। ২০১৮ সালে তাঁর নেতৃত্বে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয় ভারতের। সিনিয়র জাতীয় দলে জায়গা করে নিতে খুব একটা সময় লাগেনি। ওয়ার্ম আপ ম্যাচে চোট না লাগলে সে বছরই টেস্ট অভিষেক হত। অবশেষে টেস্ট খেলার সুযোগও হয়। অভিষেকে সেঞ্চুরিও করেছিলেন। কিন্তু ধীরে ধীরে হারিয়ে যান। ক্রিকেটের মূল স্রোতে ফেরার চেষ্টায় এ বার অনেক বেশি সিরিয়াস পৃথ্বী শ। যে কারণে মুম্বই ছাড়ার অনুরোধ জানিয়ে ক্রিকেট সংস্থাকে চিঠিও দিয়েছেন।

জাতীয় দলে অনেক আগেই ব্রাত্য হয়েছেন। আইপিএলেও দল পাননি। এমনকি বেশ কিছু টিমে চোটের ঘটনা থাকলেও পৃথ্বীকে নিয়ে ভাবেনি সেই ফ্র্যাঞ্চাইজিগুলি। ঘরোয়া ক্রিকেটেও তাঁর পরিস্থিতি সঙ্গীন। মুম্বই দল থেকে বাদ পড়েছিলেন। সদ্য মুম্বই টি-টোয়েন্টি লিগে খেলেছেন। ফিটনেস নিয়ে যে অনেকটাই পরিশ্রম করেছেন, দেখে পরিষ্কার বোঝা গিয়েছে। কিন্তু ক্রিকেটের মূল স্রোতে ফিরতে নিয়মিত সুযোগ প্রয়োজন। সে কারণেই মুম্বই ছাড়তে চাইছেন পৃথ্বী।

মুম্বই সংস্থাকে এই মর্মে চিঠিও দিয়েছেন, একটা সময় ‘পরবর্তী সচিন’ তকমা পাওয়া পৃথ্বী শ। মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন পৃথ্বীর নো অবজেকশন সার্টিফিকেট চাওয়ার কথা। মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাও জানানো হয়েছে।

কেরিয়ারে ৫টি টেস্ট এবং আধডজন ওয়ান ডে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন পৃথ্বী। গত বছর ফিটনেসের কারণে রঞ্জি ট্রফি স্কোয়াড থেকে বাদ পড়েন। মুম্বইয়ের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে।