নয়াদিল্লি: ভারতের মাটিতে হতে চলা ওডিআই বিশ্বকাপের (Cricket World Cup 2023) কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এ বার আইসিসির পক্ষ থেকে এই মেগা ইভেন্টের প্রাইজমানি (Cricket World Cup 2023 Prize money) ঘোষণা করা হয়েছে। অক্টোবর-নভেম্বর জুড়ে হবে ক্রিকেটের মহাযুদ্ধ। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১০টি দল। ভারতের ১০টি শহরে খেলবে টুর্নামেন্টে অংশ নেওয়া মোট ১০টি দল। এ বারের ওডিআই বিশ্বকাপে মোট ১ কোটি মার্কিন ডলার আর্থিক পুরস্কার থাকছে। কোনও দলই এই টুর্নামেন্ট থেকে খালি হাতে দেশে ফিরবে না। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন ওডিআই বিশ্বকাপের চ্যাম্পিয়ন এবং বাকি দলগুলি কত টাকা করে পাবে।
ভারতীয় মুদ্রায় ওডিআই বিশ্বকাপের মোট প্রাইজমানি ৮৩ কোটি ১০ লক্ষ ৫০ হাজার টাকা। যার মধ্যে চ্যাম্পিয়নরা পাবে ৪ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় তা দাঁড়াবে ৩৩ কোটি ২৪ লক্ষ ২০ হাজার টাকা। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১৯ নভেম্বর হবে আইসিসি ওডিআই বিশ্বকাপের ফাইনাল। এই টুর্নামেন্টের রানার্সরা পাবে ২ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক পুরস্কার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় তা হবে ১৬ কোটি ৬২ লক্ষ ১০ হাজার টাকা।
অবশ্য বিশ্বকাপের আসর থেকে খালি হাতে ফিরবে না কোনও দলকে। কারণ নকআউটে উঠতে না পারা প্রতিটি দল পাবে ১ লক্ষ মার্কিন ডলার করে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৮৩ লক্ষ ১০ হাজার ৫০০ টাকা। আর গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য যে কোনও টিম পাবে ৪০ হাজার মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৩৩ লক্ষ ২৪ হাজার ২০০ টাকা। এ ছাড়া সেমিফাইনালে হেরে যাওয়া দল দুটি পাবে ৮ লক্ষ মার্কিন ডলার করে। ভারতীয় মুদ্রায় যা ৬ কোটি ৬৪ লক্ষ ৮৪ হাজার টাকার সমান।
উল্লেখ্য, ২০২৫ সালে মেয়েদের যে আইসিসি বিশ্বকাপ হবে সেখানেও প্রাইজমানি একই রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।