IPL Auction: নিলামে কোন কোন প্লেয়ারদের টার্গেট করতে পারে কেকেআর, দেখুন তালিকা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 31, 2022 | 3:51 PM

প্রিয় দলে কোন তারকা আসবেন, তা জানতে বেশ উদগ্রীব হয়ে রয়েছে ফ্যানরা। প্রতিটা ফ্র্যাঞ্চাইজি ভবিষ্যতের কথা ভেবেই দল সাজাবে। কলকাতা নাইট রাইডার্সও (Kolkata Knight Riders) টুর্নামেন্টে প্রতিপক্ষকে টেক্কা দেওয়ার জন্য এবং দলের ভবিষ্যতের কথা ভেবেই নিলামে ক্রিকেটার বাছাই করবে।

IPL Auction: নিলামে কোন কোন প্লেয়ারদের টার্গেট করতে পারে কেকেআর, দেখুন তালিকা
IPL Auction: নিলামে কোন কোন প্লেয়ারদের টার্গেট করতে পারে কেকেআর, দেখুন তালিকা

Follow Us

কলকাতা: আর মাত্র ১১ দিন পরই আইপিএলের মেগা নিলাম (IPL Auction)। ১০টি ফ্র্যাঞ্চাইজি কেমন দল সাজায়, তা দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেটপ্রেমীরা। প্রিয় দলে কোন তারকা আসবেন, তা জানতে বেশ উদগ্রীব হয়ে রয়েছে ফ্যানরা। প্রতিটা ফ্র্যাঞ্চাইজি ভবিষ্যতের কথা ভেবেই দল সাজাবে। কলকাতা নাইট রাইডার্সও (Kolkata Knight Riders) টুর্নামেন্টে প্রতিপক্ষকে টেক্কা দেওয়ার জন্য এবং দলের ভবিষ্যতের কথা ভেবেই নিলামে ক্রিকেটার বাছাই করবে।

এ বারের রিটেনশনে ৩৪ কোটি টাকা খরচ করে, চার ক্রিকেটারকে ধরে রেখেছে নাইটরা।

১. আন্দ্রে রাসেল – ১২ কোটি

২. বরুণ চক্রবর্তী – ৮ কোটি

৩. ভেঙ্কটেশ আইয়ার – ৮ কোটি

৪. সুনীল নারিন – ৬ কোটি

পুরো স্কোয়াড তৈরি করার জন্য নাইটদের ঝুলিতে রয়েছে ৪৮ কোটি টাকা। তাই আসন্ন আইপিএল নিলামে কোন কোন প্লেয়ারদের টার্গেট করতে পারে কেকেআর, দেখুন তালিকা…

১) ওপেনার — শিখর ধাওয়ান, ডেভিড ওয়ার্নার, কুইন্টন ডি’কক, ক্রিস লিন।

এই চার ক্রিকেটারের মধ্যে থেকে কমপক্ষে ২ জনকে টার্গেট করতে পারে নাইটরা। এই ক্রিকেটাররা অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোর উইশলিস্টেও থাকবেন। কিন্তু কেকেআর ধাওয়ান ও ওয়ার্নারকে দলে আনতে পারলে, দুই ওপেনারের পাশাপাশি দলকে নেতৃত্ব দেওয়ার মতো অভিজ্ঞ ব্যাটারও পেয়ে যাবে।

২) মিডল অর্ডার — ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার।

ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ারকে কেকেআর নিলামে নিতে পারলে, তাদের মিডল অর্ডার নিঃসন্দেহে মজবুত হবে। দু’জনের খেলার ধরণ আলাদা। বেশ কয়েকটি রিপোর্ট অনুসারে কেকেআর শ্রেয়স আইয়ারকে দলের ক্যাপ্টেন হিসেবে নিতে ইচ্ছুক।

৩) পেসার — লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট, কাগিসো রাবাডা, মহম্মদ সামি।

নিলাম থেকে পেস বোলিং বিভাগকে পুনরায় তৈরি করাতে যথেষ্ট ফোকাস থাকবে কেকেআরের। রিটেনশন নিয়মের বেড়াজালে নাইটরা তাদের ফাস্ট বোলারদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তাই দেশি-বিদেশি কম্বিনেশন মাথায় রেখে পেসারদের বেছে নেওয়ার দিকে নজর দেবে।

৪) স্পিনার — যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, শ্রেয়স গোপাল।

কেকেআরের কাছে দুই দারুণ স্পিনার রয়েছে (সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী)। কিন্তু পেসারের থেকে স্পিনারদের লাইন আপে এগিয়ে রাখা কেকেআর নিজেদের স্পিন বিভাগ মজবুত করার জন্য নিলামে নজরে রাখতে পারেন অশ্বিন-চাহালদের ওপর।

৫) অল-রাউন্ডার — বেন কাটিং

অল-রাউন্ডারের দিক থেকে আন্দ্রে রাসেল থাকার পরও বেন কাটিংয়ের ওপর ফোকাস থাকতে পারে নাইটদের। কারণ, রাসেল বেশ চোটপ্রবণ। কাটিং কেকেআরে আগেও খেলেছেন। তিনি বিগ ব্যাশ লিগে নিয়মিত ক্রিকেট খেলেছেন। ফলে কেকেআর কাটিংয়ের ওপর আবার ভরসা রাখতেই পারে।

Next Article