PSL: পিএসএল কি পাড়ার টুর্নামেন্ট? ভালো খেললেই মিলছে আইফোন, জমিও!

Lahore Qalandars: পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ভাঁড়ে মা ভবানী, আর সেখানে পিএসএল ম্যাচে ভালো খেলার জন্য লাহোর কালান্দার্স তাদের দলের ক্রিকেটারদের পুরস্কার হিসেবে দিচ্ছে আইফোন (iphone) থেকে জমি।

PSL: পিএসএল কি পাড়ার টুর্নামেন্ট? ভালো খেললেই মিলছে আইফোন, জমিও!
পিএসএল কি পাড়ার টুর্নামেন্ট? ভালো খেললেই মিলছে আইফোন, জমিও!Image Credit source: Twitter

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 04, 2023 | 4:39 PM

লাহোর: পাকিস্তানে চলছে পিএসএলের (PSL) অষ্টম সংস্করণ। ৩৪ ম্যাচের এই টুর্নামেন্টের এখনও অবধি ২০টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। ৬ ম্যাচের ৫টিতে জয় ও ১টিতে হারের পর ১০ পয়েন্ট নিয়ে পাকিস্তান সুপার লিগের পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে শাহিন শাহ আফ্রিদির লাহোর কালান্দার্স। পাকিস্তানে বেশ কয়েক বার জঙ্গি হামলার পর পিএসএল ম্যাচ বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু পিসিবির চেয়ারম্যান নাজম শেঠি জানিয়ে দেন, নির্ধারিত সূচি অনুযায়ী চলবে পিএসএল। তাই নির্বিঘ্নে পিএসএল চলছে। বর্তমানে অর্থনৈতিক দিক থেকে রীতিমতো ধুঁকছে পাকিস্তান। বলা যায়, পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ভাঁড়ে মা ভবানী, আর সেখানে পিএসএল ম্যাচে ভালো খেলার জন্য লাহোর কালান্দার্স তাদের দলের ক্রিকেটারদের পুরস্কার হিসেবে দিচ্ছে আইফোন (iphone) থেকে জমি। যা রীতিমতো অবাক করার মতো। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

পাকিস্তানের অর্থনৈতিক ভাণ্ডার একদিকে শূন্যের পথে, অন্যদিকে পিএসএলের দল লাহোর কালান্দার্স তাদের দলের ক্রিকেটারদের পুরস্কার দেওয়ার পেছনে প্রচুর অর্থ ব্যয় করছে। ২ মার্চ কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিরুদ্ধে ম্যাচ ছিল লাহোর কালান্দার্সের। সেই ম্যাচে ১৭ রানে জিতেছে লাহোর। ম্যাচের সেরা হয়েছিলেন ৩৪ বলে ৭১ রানের অপরাজিত ইনিংস খেলা জিম্বাবোয়ের তারকা ক্রিকেটার সিকান্দার রাজা। সেই ম্যাচে লাহোরকে জেতানোর পেছনে সিকান্দারের ভূমিকার কথা মাথায় রেখে তাঁর পিএসএল ফ্র্যাঞ্চাইজি তাঁকে কালান্দার্স শহরে একটি জমি পুরস্কার হিসেবে দিয়েছে। একইসঙ্গে লাকি উইনার হিসেবে রশিদ খানকে আইফোন ১৪ (iPhone 14) পুরস্কার দিয়েছে লাহোর কালান্দার্স। অন্যদিকে পাক পেসার হ্যারিস রউফকে উপহার হিসেবে এক বছরের জন্য বিনামূল্যে জুতো দেওয়া হবে। এর আগেও পিএসএলের বিভিন্ন ম্যাচে ক্রিকেটাররা একই ধরণের পুরস্কার পেয়েছিলেন। অতীতে ফখর জামানও আইফোন ১৪ জিতেছেন। টুইটারে লাহোর কালান্দার্স তাদের পুরস্কার বিতরণীর ঝলক তুলে ধরেছে।

২০২২ সালে পাকিস্তানের সংবাদমাধ্যম GeoSuper.tv-কে দেওয়া এক সাক্ষাৎকারে লাহোর কালান্দার্সের সিওও সমীন রানা জানিয়েছিলেন, লাহোর কালান্দার্স ফ্র্যাঞ্জাইজি মনে করে তাদের ক্রিকেটারররা তাদের পরিবার। আর এই উপহারগুলি তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে এবং দলে আরও প্রতিযোগিতা আনবে।