IPL 2022: শিখরকেই নেতা ভাবছে পঞ্জাব কিংস

ভারতীয় টিমে যেমন দীর্ঘদিন খেলেছেন, আইপিএলেও তেমনই অত্যন্ত সফল। বাঁ হাতি ওপেনার কঠিন পরিস্থিতি থেকে টিমকে ম্যাচ জিতিয়েছেন। আইপিএলে একাধিক সেঞ্চুরি রয়েছে তাঁর। টিম ম্যানেজমেন্ট তো বটেই, কোচ অনিল কুম্বলেও শিখরকে ক্যাপ্টেন চাইছেন।

IPL 2022: শিখরকেই নেতা ভাবছে পঞ্জাব কিংস
IPL 2022: শিখরকেই নেতা ভাবছে পঞ্জাব কিংস
Follow Us:
| Edited By: | Updated on: Feb 14, 2022 | 5:15 PM

মুম্বই: লোকেশ রাহুলের (KL Rahul) বদলে কাকে ক্যাপ্টেন করতে পারে পঞ্জাব কিংস (Punjab Kings)? মায়াঙ্ক আগরওয়ালের নাম শোনা গেলেও তাঁর উপর খুব একটা আস্থা নেই টিম ম্যানেজমেন্টের। আইপিএল-১৫তে পঞ্জাবের নতুন ক্যাপ্টেন হিসেবে দেখা যেতে পারে শিখর ধাওয়ানকে (Shikhar Dhawan)। সিনিয়র ভারতীয় ওপেনারকে ৮.২৫ কোটি টাকায় তুলেছে টিম ম্যানেজমেন্ট। তার পিছনে শুধু তাঁর ফর্ম নয়, অভিজ্ঞতাকেও কাজে লাগানোর তাগিদ ছিল। আর সেটাই হল, তাঁকে ক্যাপ্টেন হিসেবে প্রোজেক্ট করা। নিজের অভিজ্ঞতা দিয়ে টিমকে যেমন মোটিভেট করতে পারবেন, তেমনই নেতা হিসেবেও টানতে পারবেন টিমকে। কখনও আইপিএলে না জেতা পঞ্জাব সেই কারণেই টিমের খোলনলচে পাল্টে ফেলেছে।

পঞ্জাবের এক কর্তা বলছেন, ‘শিখর ধাওয়ানের মতো কাউকে টিমে পেয়ে ম্যানেজমেন্ট উচ্ছ্বসিত। শিখর ভীষণ পরিণত প্লেয়ার। দায়িত্ববোধ আছে। ওই টিমকে আইপিএলে নেতৃত্ব দিতে পারে। টিমের মালিকরাও কিন্তু ওকেই ক্যাপ্টেন দেখতে চাইছে। কয়েক দিনের মধ্যে সরকারি ভাবে জানিয়েও দেওয়া হবে।’

ভারতীয় টিমে যেমন দীর্ঘদিন খেলেছেন, আইপিএলেও তেমনই অত্যন্ত সফল। বাঁ হাতি ওপেনার কঠিন পরিস্থিতি থেকে টিমকে ম্যাচ জিতিয়েছেন। আইপিএলে একাধিক সেঞ্চুরি রয়েছে তাঁর। টিম ম্যানেজমেন্ট তো বটেই, কোচ অনিল কুম্বলেও শিখরকে ক্যাপ্টেন চাইছেন। নিলামের পর তিনি বলেওছেন, ‘টিমে ওর মতো প্লেয়ার থাকা সব সময় প্লাস পয়েন্ট। ওর অভিজ্ঞতা টিমকে সমৃদ্ধ করবে। ওর পাশে থাকা সবাই শিখতে পারবে অনেক কিছু। সব দিক থেকে শিখর টিমের পারফেক্ট নেতা।’

টিমের নেতা নেস ওয়াদিয়া কিন্তু বলছেন, ‘এখনওই টিমের নেতা কে, তা বলা যাবে না। এটুকু বলতে পারি, আমরা ক্যাপ্টেন পেয়ে গিয়েছি। কয়েক দিনের মধ্যেই নতুন ক্যাপ্টেনের নাম ঘোষণা করে দেওয়া হবে।’

ভবিষ্যতের দিকে তাকিয়ে চমৎকার টিম সাজিয়েছে পঞ্জাব। ইংল্যান্ডের ব্যাটার লিয়াম লিভিংস্টোনকে নেওয়া হয়েছে ১১.৫০ কোটি টাকায়। ওয়েস্ট ইন্ডিজের পেসার স্মিথ এসেছেন ৬ কোটি টাকায়। কুম্বলে বলছেন, ‘সাপ্লাইয়ের থেকে ডিমান্ড অনেক বেশি। ১০টা টিম নিলামে নেমেছিল টিম গোছানোর জন্য। এটা অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ ছিল। ২০১১ ও ২০১৪ সালের মেগা নিলামে আমি হাজির ছিলাম। অন্যগুলোর সঙ্গে এটাকে একেবারে মেলানো যাবে না। যে প্লেয়ারকেই তোলা হোক না কেন, কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে।’

আরও পড়ুন: India vs West Indies: বিরাটের ফর্মে না থাকা ভাবাচ্ছে না টিম ম্যানেজমেন্টকে, বলছেন ব্যাটিং কোচ