Quinton de Kock: বিশ্বকাপে পরপর ২ ম্যাচে সেঞ্চুরি করা কুইন্টন ডি’ককের মুখে সতর্কবাণী

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 13, 2023 | 12:02 AM

ICC World Cup 2023: যে কোনও টুর্নামেন্টের শুরুটা জয় দিয়ে করতে চায় প্রতিটা দল। এ বারের বিশ্বকাপ যাত্রার শুরুটা দক্ষিণ আফ্রিকার দারুণ হয়েছে। পরপর দুই ম্যাচে বিরাট জয়। প্রথমে শ্রীলঙ্কা, তারপর অস্ট্রেলিয়াকে কার্যত উড়িয়ে দিয়েছে প্রোটিয়ারা। এই দুই ম্যাচেই শতরান করেছেন দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যাটার কুইন্টন ডি'কক।

Quinton de Kock: বিশ্বকাপে পরপর ২ ম্যাচে সেঞ্চুরি করা কুইন্টন ডিককের মুখে সতর্কবাণী
বিশ্বকাপে পরপর ২ ম্যাচে সেঞ্চুরি করেছেন কুইন্টন ডি'কক।
Image Credit source: PTI

Follow Us

লখনউ: যে কোনও টুর্নামেন্টের শুরুটা জয় দিয়ে করতে চায় প্রতিটা দল। এ বারের বিশ্বকাপ (ICC World Cup 2023) যাত্রার শুরুটা দক্ষিণ আফ্রিকার দারুণ হয়েছে। পরপর দুই ম্যাচে বিরাট জয়। প্রথমে শ্রীলঙ্কা, তারপর অস্ট্রেলিয়াকে কার্যত উড়িয়ে দিয়েছে প্রোটিয়ারা। এই দুই ম্যাচেই শতরান করেছেন দক্ষিণ আফ্রিকার (South Africa) উইকেট কিপার ব্যাটার কুইন্টন ডি’কক (Quinton de Kock)। তবে নিজের ও দলের এই সাফল্যের পরও মাটিতেই পা রাখার কথা বলছেন ডি’কক। যে কারণে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩৪ রানের ব্যবধানে জেতার পর ডি’ককের মুখে শোনা গেল সতর্কবাণী। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় জয়ের শেষে সতীর্থদের প্রতি সতর্কবার্তা দিয়েছেন ডি’কক। ভারতের মাটিতে চলতি ওডিআই বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরি করেছেন ডি’কক। অজিদের বিরুদ্ধে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন বাঁহাতি ওপেনার কুইন্টন ডি’কক। ম্যাচের সেরার পুরস্কার নেওয়ার পর ডি’কক বলেছেন, ‘ছেলেদের জন্য এটা দারুণ জয়। আমরা ম্যাচের পরিবেশ ভালোভাবে পড়তে পেরেছিলাম। সেইমতো খেলাটাও এগিয়ে নিয়ে গিয়েছি। যেখান থেকে রান তোলা যেত, সেটাই কাজে লাগিয়েছি। লখনউয়ে ভীষণ ঘাম হচ্ছিল এবং খুব গরমও।’ এর পরই কুইন্টন ডি’ককের সতর্কবাণী, ‘টিমের পারফরম্যান্সের জন্য আমরা অবশ্যই দারুণ খুশি। কিন্তু মাত্র দু’টো ম্যাচ হল। যে কোনও কিছুই ঘটতে পারে। এবং তা খুব দ্রুতই হতে পারে। তাই মাটিতে পা রেখে চলা উচিত। সেই জন্য এক একটা ম্যাচ ধরে ধরে এগোতে চাই।’

জোড়া ম্যাচ হেরে বিধ্বস্ত অস্ট্রেলিয়া। অজি অধিনায়ক প্যাট কামিন্স ম্যাচের শেষে বলেন, ‘কুইনি দারুণ ব্যাট করেছে। ওরা ৩১০ রানও যখন তুলেছিল, মনে হচ্ছিল ওই রান আমরা তুলে নিতে পারব। এই টুর্নামেন্টে এগোতে হলে আমাদের পরিবেশ, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। আর বেশি কিছু বলার নেই। দলের সকলে কষ্ট পাচ্ছে। টুর্নামেন্টের অনেকগুলো দিন বাকি। আমরা পরের ম্যাচগুলোতে ভুলত্রুটি শুধরে নিতে চাই।’

Next Article