মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) শেষ ষোলোয় রাফায়েল নাদাল (Rafael Nadal)। কারেন খাচানোভকে হারিয়ে পরবর্তী রাউন্ডে স্প্যানিশ সুপারস্টার। ২১তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছেন রাফায়েল নাদাল। প্রথম দুটো সেটে বিপক্ষকে উড়িয়ে দেন ৩৫ বছরের টেনিস তারকা। তৃতীয় সেটে ফিরে আসেন খাচানোভ। কিন্তু পরের রাউন্ডেই ফের নাদাল ঝড়। খেলার ফল ৬-৩, ৬-২, ৩-৬ আর ৬-১। জিততে সময় নিলেন ২ ঘণ্টা ৫০ মিনিট। এদিকে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে অবিচল আলেকজান্ডার জেরেভ (Alexander Zverev)। অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলোয় জার্মান টেনিস তারকা। মল্ডোভার টেনিস তারকাকে স্ট্রেট সেটে উড়িয়ে পরবর্তী রাউন্ডে জেরেভ। বিশ্বের তিন নম্বরের কাছে দাঁড়াতেই পারলেন না ১২৪ নম্বর টেনিস তারকা। খেলার ফল ৬-৩, ৬-৪, ৬-৪। ১ ঘণ্টা ৫৭ মিনিটের ঝড়ে জেরেভের সামনে উড়ে গেলেন রাদু অ্যালবট।
The dream is still alive ✨
?? @RafaelNadal defeats Karen Khachanov 6-3 6-2 3-6 6-1 to advance to the fourth round at the #AusOpen for the 15th time.#AO2022 pic.twitter.com/MRVpuFm5JM
— #AusOpen (@AustralianOpen) January 21, 2022
চোদ্দতম বাছাই কানাডার ডেনিস শাপোভালোভের বিরুদ্ধে পরের রাউন্ডে খেলবেন জেরেভ। অস্ট্রেলিয়ান ওপেনে দুরন্ত ফর্মে আছেন জার্মান টেনিস তারকা। কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিপক্ষ হতে পারেন রাফায়েল নাদাল। টোকিও অলিম্পিকে সোনাজয়ী টেনিস তারকা জেরেভ ১৬টা এস মারেন। ৮৩ শতাংশ পয়েন্ট পেয়েছেন প্রথম সার্ভ থেকে।
শেষ ষোলোয় মাত্তেও বেরেত্তিনি। স্পেনের কার্লোস আলকারেজের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে পরবর্তী রাউন্ডে ইতালির টেনিস তারকা। ১৮ বছরের আলকারেজকে হারাতে নাভিঃশ্বাস উঠে যায় উইম্বলডন রানার্স আপের। ৪ ঘণ্টা ১০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুটো সেট গড়াল টাইব্রেকারে। খেলার ফল ৬-২, ৭-৬, ৪-৬, ২-৬ ও ৭-৬।
শেষ ষোলোয় শীর্ষ বাছাই অ্যাশলে বার্টি। স্ট্রেট সেটে জিতে চতুর্থ রাউন্ডে অস্ট্রেলিয়ান টেনিস তারকা। হারালেন ইতালির ক্যামিলা জিওর্জিকে খেলার ফল ৬-২, ৬-৩। রড লেভার এরেনাতে বার্টির ৬১ মিনিটের ঝড়ের সামনে উড়ে যান ক্যামিলা জিওর্জি।
আরও পড়ুন: U19 Cricket World Cup 2022: রঞ্জির ক্যাম্পেই এল সুখবর, গিলক্রিস্ট ভক্ত অভিষেকের ফোকাসে বিশ্বকাপ