TV9 বাংলা ডিজিটাল – বিরাট কোহলির (Virat Kohli) মতোই ‘বোলার্স ক্যাপ্টেন’ অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। এমনই বলছেন ইশান্ত শর্মা (Ishant Sharma)।
পাঁজরে চোটের জন্য অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি। যা আক্ষেপ কম নেই ইশান্তের। তবু মনে প্রাণে চাইছেন, যেন দ্বিতীয় টেস্ট থেকে ঘুরে দাঁড়ায় ভারত। বিরাট ফিরে আসায় সিরিজের বাকি তিনটে টেস্টে ক্যাপ্টেন্সি (captaincy) করবেন রাহানে। বিরাট যে ভাবে বোলারদের পাশে থেকেছেন বরাবর, সে ভাবেই দেখতে চাইছেন রাহানেকে।
ইশান্তের কথায়, ‘রাহানে ভীষণ আত্মবিশ্বাসী একজন ক্রিকেটার। যে কারণে আমার মনে হয়, ও বোলার্স ক্যাপ্টেনই হবে।’
আরও পড়ুন – দ্বিতীয় টেস্টেও নেই ওয়ার্নার
রাহানের সঙ্গে প্রচুর টেস্ট ম্যাচ খেলেছেন রাহানে। বিরাটের অবর্তমানে রাহানে এর আগেও ক্যাপ্টেন্সি করেছেন। সেই অভিজ্ঞতা কেমন? ইশান্ত বলেছেন, ‘আমরা এক সঙ্গে দীর্ঘদিন খেলেছি। বিরাট না থাকাকালীন যখনই ও ক্যাপ্টেন্সি করেছে, ও আমাকে জিজ্ঞেস করেছে, তুমি কেমন ফিল্ডিং চাও? কখন বল করতে চাও? এখনই কি বল করবে? আমি খুব ভালো করে জানি, ও বোলারদের পাশেই থাকবে। এমন নয় যে, রাহানে বলবে, এটা করো কিংবা ওটা করো।’
এর আগে বিরাটের পরিবর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটা টেস্টে ক্যাপ্টেন্সি করেছেন রাহানে। জিতেও ছিল ভারত। আফগানিস্তানের বিরুদ্ধেও একটা ম্যাচে ক্যাপ্টেন ছিলেন রাহানে। এমনকি বিরাট থাকাকালীনও বোলারদের সঙ্গে সমন্বয় রাখার চেষ্টা করেন।
আরও পড়ুন – মোতেরায় সৌরভ গাঙ্গুলি বনাম জয় শাহ
বিরাটের আগ্রাসনের সঙ্গে অবশ্য রাহানের মানসিকতাকে মেলাচ্ছেন না ইশান্ত। ‘বিপক্ষ টিম যদি একটা বড় পার্টনারশিপের মধ্যে দিয়ে যায়, গড়পড়তা কোনও সময়ে যদি ফিল্ডাররা ঝিমিয়ে থাকে, কোনও একজনের আগ্রাসন টিমের চেহারাটাই পাল্টে দেয়। এটাই বিরাটের সবচেয়ে পজিটিভ দিক। এটার সঙ্গে আর কাউকে মেলানো যাবে না। তবে রাহানে অন্য রকম। কঠিন পরিস্থিতিতেও ও চাপ সামলাতে জানে। ওই সমস্ত সময়ে বোলারদের সঙ্গে চমৎকার যোগাযোগ রাখতে পারে।’