মোতেরায় সৌরভ গাঙ্গুলি বনাম জয় শাহ
তিনজন নতুন নির্বাচক নিয়োগ এবং আইসিসিতে বোর্ডের প্রতিনিধি নির্বাচনের বিষয়ে আলোচনা হবে বোর্ডের বৈঠকে।
TV9 বাংলা ডিজিটাল: ক্রিকেট মাঠে ফিরছেন সৌরভ গাঙ্গুলি(SOURAV GANGULY)। বুধবার নবনির্মিত মোতেরা স্টেডিয়ামের ২২ গজে দেখা যাবে বিসিসিআই সভাপতিকে। ২৪ ডিসেম্বর মোতেরাতেই বোর্ডের বার্ষিক সাধারণ সভা। তার আগের দিন বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচে নামছেন বোর্ড কর্তারা। সৌরভ গাঙ্গুলি একাদশের মুখোমুখি হবে জয় শাহ একাদশ।
দুটো দলে ভাগ হয়ে মাঠে নামবেন বোর্ড কর্তারা। একটা দলের নেতৃত্বে সৌরভ গাঙ্গুলি আর অন্য দলের নেতৃত্বে বোর্ড সচিব জয় শাহ। ১ লক্ষ ১৪ হাজার আসন বিশিষ্ট মোতেরায় এটাই প্রথম ম্যাচ হতে চলেছে। ম্যাচ রেফারির দায়িত্ব আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা।
আরও পড়ুন:ফের ফিফার কাঠগড়ায় শেপ ব্লাটার
বৃহস্পতিবারের বোর্ডের সভায় ভারতীয় ক্রিকেটের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। ২০২২ সাল থেকে দশ দলের আইপিএলের বিষয়টি চূড়ান্ত হতে পারে বোর্ডের বার্ষিক সাধারণ সভায়।একই সঙ্গে তিনজন নতুন নির্বাচক নিয়োগ এবং আইসিসিতে বোর্ডের প্রতিনিধি নির্বাচনের বিষয়ে আলোচনা হবে বোর্ডের বৈঠকে।