Rahul Dravid: বিরাটদের কোচ হলেন রাহুল দ্রাবিড়

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 03, 2021 | 9:15 PM

বুধবার বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি সর্বসম্মতিক্রমে বিরাট কোহলি, রোহিত শর্মাদের নতুন কোচ হিসেবে বেছে নিল রাহুল দ্রাবিড়কেই (Rahul Dravid)।

Rahul Dravid: বিরাটদের কোচ হলেন রাহুল দ্রাবিড়
Rahul Dravid: বিরাটদের কোচ হলেন রাহুল দ্রাবিড় (ছবি-বিসিসিআই টুইটার)

Follow Us

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারতের (India) পর পর দুটো ম্যাচ হারের ময়নাতদন্ত চলছে। তার মধ্যেই রবি শাস্ত্রীর (Ravi Shastri) পরবর্তী কোচ বেছে নিল বিসিসিআই (BCCI)। বুধবার বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি সর্বসম্মতিক্রমে বিরাট কোহলি, রোহিত শর্মাদের নতুন কোচ হিসেবে বেছে নিল রাহুল দ্রাবিড়কেই (Rahul Dravid)। বিশ্বকাপের পরই নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে হোম সিরিজ। তখন থেকেই টিমের দায়িত্ব নেবেন তিনি।

দ্রাবিড়ের ভারতীয় টিমের কোচ হওয়ার মধ্যে কোনও চমক নেই। আইপিএল শেষ হওয়ার পরই তাঁকে কোচ করার ব্যাপারে রাজি করিয়ে ফেলেছিলেন প্রেসিডেন্ট সৌভ গঙ্গোপাধ্যায়। মিডিয়াতে ছড়িয়েও পড়েছিল সে খবর। তবে তখন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবেই ভাবা হয়েছিল ‘দ্য ওয়াল’কে। কিন্তু দিন কয়েকের মধ্যেই পুরো ছবিটা পাল্টে যায়। পূর্ণ মেয়াদের কোচ করার দাবি ওঠে। বিসিসিআই নতুন কোচের জন্য ইচ্ছুক ব্যক্তিদের আবেদন চেয়ে বিজ্ঞাপনও দেয়। শেষ দিন কোচ হওয়ার জন্য আবেদন করেন রাহুল। প্রত্যাশা মতো তিনিই কোচ হলেন।

দ্রাবিড় বলেছেন, ‘ভারতের চিফ কোচ হিসেবে দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। এই ভূমিকায় যাতে সাফল্য পাই, সে চেষ্টা করব। রবি শাস্ত্রীর কোচিংয়ে টিম দারুণ পারফর্ম করেছে। সেখান থেকে টিমকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব বলে আমার বিশ্বাস।’

গত কয়েক বছর ধরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিফ কোচের দায়িত্ব সামলেছেন। ঋষভ পন্থ, শুভমন গিল, ঈশান কিষাণদের মতো যে সব তরুণ ক্রিকেটার ভারতীয় টিমে খেলছেন, তাঁদের উত্থান দ্রাবিড়ের হাত ধরেই। তাঁর কোচ হওয়ার অর্থই হল, বোর্ডও নতুন প্রজন্মকে ধীরে ধীরে প্রজেক্ট করতে চাইছে। দ্রাবিড় বলেছেন, ‘যারা এখন টিমে খেলছে, তাদের অনেককেই এনসিএ, অনূর্ধ্ব ১৯ জাতীয় টিম, ভারতীয় এ টিমে পেয়েছি। নিজেদের আরও উন্নত করার জন্য ওরা কতটা মরিয়া, সেটা খুব ভালো করে জানি। আগামী দু’বছর বেশ কিছু দারুণ ইভেন্ট রয়েছে। টিম যাতে সাফল্য পায়, সে দিকে তাকিয়েই এগিয়ে যেতে চাই।’

বন্ধু ও বোর্ড প্রেসিডেন্ট সৌরভের উপরেই দায়িত্ব ছিল দ্রাবিড়কে কোচ হওয়ার জন্য রাজি করানোর। সৌরভ বলেছেন, ‘ভারতীয় টিমের চিফ কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে স্বাগত জানাচ্ছে বিসিসিআই। প্লেয়ার হিসেবে ওর ঝলমলে কেরিয়ার ছিল। ক্রিকেটের অন্যতম সেরা গ্রেট বলা যায়। এনসিএ-র চিফ কোচ হিসেবে দায়িত্ব সামলেছে দীর্ঘদিন। ওর কোচিংয়েই অসংখ্য তরুণ প্রতিভা ভারতীয় টিমে খেলার সুযোগ পেয়েছে। ওর কোচিংয়ে ভারতীয় টিম সাফল্যের শিখর ছোঁবে, আমার বিশ্বাস।’

রবি শাস্ত্রী কোচ হিসেবে আর দায়িত্ব সামলাতে না চাওয়ায় যোগ্য কোচের খোঁজে ছিল বোর্ড। দেশি-বিদেশি অনেক কোচ ভারতীয় ক্রিকেটে ঢুকে পড়ায় আগ্রহী হলেও রাহুল দ্রাবিড়ে অনেক বেশি আস্থা ছিল সৌরভদের। নিজের কাজের প্রতি আস্থাশীল, সাফল্যের প্রতি ঝোঁক, আর সেই সঙ্গে নতুন প্রজন্মকে তৈরি করে দেওয়া। দ্রাবিড়ের এই ভূমিকা সারা বিশ্বে প্রশংসা পেয়েছে। যে কারণে তাঁর সঙ্গে খেলা অনেক রকা ক্রিকেটারই বলেছেন, দ্রাবিড়ের ভারত কিন্তু আরও অপ্রতিরোধ্য হয়ে উঠবে।

Next Article