Indian Cricket: টি ২০ বিশ্বকাপের পর ২ বছরের চুক্তিতে ভারতের কোচ হচ্ছেন দ্রাবিড়

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 16, 2021 | 8:58 AM

দীর্ঘ আলোচনার পর অবশেষে দ্রাবিড়কে রাজি করাতে পেরেছে বোর্ড (BCCI)। আইপিএল (IPL) ফাইনালে দ্রাবিড়ের সঙ্গে আলোচনায় বসেন বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ। সূত্রের খবর, সেই আলোচনাতেই সবুজ সংকেত দেন দ্রাবিড়।

Indian Cricket: টি ২০ বিশ্বকাপের পর ২ বছরের চুক্তিতে ভারতের কোচ হচ্ছেন দ্রাবিড়
টিম ইন্ডিয়ার কোচের দৌড়ে রাহুল দ্রাবিড় (ছবি-টুইটার)

Follow Us

মুম্বই: গত কয়েক ঘণ্টায় ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) আমূল পরিবর্তন। মাস্টারস্ট্রোক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বোর্ডের। মরুশহরেই ভারতীয় ক্রিকেট দলের ভবিষ্যতের রূপরেখা তৈরি হয়ে গেল।

ভারতের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। টি ২০ বিশ্বকাপের (T20 World Cup) পরই কোহলিদের দায়িত্ব নিচ্ছেন তিনি। বিশ্বকাপের পর মেয়াদ ফুরোচ্ছে শাস্ত্রীর। ২০২৩ পর্যন্ত দ্রাবিড়কে কোচ হওয়ার প্রস্তাব দেয় বোর্ড। সূত্রের খবর, তিনি বোর্ডের প্রস্তাবে সায় দিয়েছেন।

দীর্ঘ আলোচনার পর অবশেষে দ্রাবিড়কে রাজি করাতে পেরেছে বোর্ড (BCCI)। আইপিএল (IPL) ফাইনালে দ্রাবিড়ের সঙ্গে আলোচনায় বসেন বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ। সূত্রের খবর, সেই আলোচনাতেই সবুজ সংকেত দেন দ্রাবিড়। ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত দ্রাবিড়ের সঙ্গে চুক্তি করছে বোর্ড। বোলিং কোচ হচ্ছেন পরশ মাম্বরে (Paras Mhambrey)। শ্রীলঙ্কা সফরে ধাওয়ান, ভুবনেশ্বর কুমারদের কোচ হয়ে গিয়েছিলেন দ্রাবিড়। তার আগে দীর্ঘদিন ধরে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন মিস্টার ডিপেন্ডেবল। একই সঙ্গে ভারতীয়-এ দলের দায়িত্বেও ছিলেন। দ্রাবিড়কে এর আগে সিনিয়র টিমের কোচ হওয়ার প্রস্তাব দিলেও তিনি রাজি হননি। গত মাসেই পুণরায় জাতীয় ক্রিকেট সংস্থার ডিরেক্টর হন দ্রাবিড়। কোহলি-রোহিতদের দায়িত্ব নিলে ছাড়বেন এনসিএ ডিরেক্টর পদ।

বিশ্বকাপের পর কোচ শাস্ত্রী, বোলিং কোচ ভরত অরুণ ও ফিল্ডিং কোচ আর শ্রীধরের মেয়াদ ফুরোচ্ছে। ফিল্ডিং কোচ কে হবেন তা এখনও ঠিক হয়নি। বিশ্বকাপের পর দেশের মিঠে নিউজিল্যান্ড সিরিজ। ওই সিরিজেই পূর্ণাঙ্গ কোচ হিসেবে দায়িত্ব নেবেন দ্রাবিড়।

আরও পড়ুন: IPL 2021: মাহি-উত্তাপে আইপিএল স্বপ্ন বিসর্জন নাইটদের

Next Article