Suryakumar Yadav: ‘ও ওডিআই খেলাটা শিখছে’, রান না পাওয়া সূর্যকুমারের পাশে রাহুল দ্রাবিড়

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 30, 2023 | 3:28 PM

India vs West Indies: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআইতে ভারতের মিডল অর্ডারের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) করেছেন ২৪ রান।

Suryakumar Yadav: ও ওডিআই খেলাটা শিখছে, রান না পাওয়া সূর্যকুমারের পাশে রাহুল দ্রাবিড়
Suryakumar Yadav: 'ও ওডিআই খেলাটা শিখছে', রান না পাওয়া সূর্যকুমারের পাশে রাহুল দ্রাবিড়

Follow Us

বার্বাডোজ: টি-২০ ক্রিকেটে আইসিসির ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে তিনি। কিন্তু ৫০ ওভারের ফর্ম্যাটে তিনি এখনও এতটা সফল হতে পারেননি। চলতি ক্যারিবিয়ান সফরে দু’টি ওডিআই ম্যাচে খেলেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তাতে করেছেন যথাক্রমে ১৯ ও ২৪ রান। দ্বিতীয় একদিনের (ODI) ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ম্য়াচের শেষে রান না পাওয়া ভারতের মিডল অর্ডারের তারকা ব্যাটার সূর্যকুমার যাদবের পাশে দাঁড়িয়েছেন ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তিনি বলেছেন, ‘সূর্য ওডিআই ক্রিকেটটা এখনও শিখছে।’ স্কাইকে নিয়ে আর কী কী বললেন দ্রাবিড়? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ভারতের হেড কোচ দ্রাবিড় মনে করেন, সূর্যকুমারই এমন একজন ক্রিকেটার যিনি স্বীকার করবেন টি-২০ ক্রিকেটে তিনি নিজের খেলা যে উচ্চতায় নিয়ে যেতে পেরেছেন, ওডিআই ক্রিকেটে সেটা পারেননি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচের পর স্কাইকে নিয়ে দ্রাবিড় বলেন, ‘সূর্য সত্যিই ভালো ক্রিকেটার। এতে কোনও সন্দেহ নেই। ওর পারফর্ম্যান্সই এর প্রমাণ। বিশেষ করে টি-২০ ক্রিকেটে, এমনকি ঘরোয়া ক্রিকেটে এবং সাদা বদের ক্রিকেটে ওর বেশ কয়েকটা দারুণ পারফর্ম্যান্স রয়েছে। তবে দুর্ভাগ্যবশত ও প্রথম ক্রিকেটার যে স্বীকার করবে টি-২০ ক্রিকেটে নিজের খেলা যে উচ্চতায় নিয়ে গিয়েছে, সেটা ওডিআই ক্রিকেটে পারেনি। কিন্তু ও এখন ওয়ান ডে ক্রিকেটটা শিখছে।’

দ্রাবিড় আরও বলেন, ‘ভারতের হয়ে অভিষেক হওয়ার আগে ও আইপিএলের মাধ্যমে প্রচুর টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছে। কিন্তু ওডিআই ক্রিকেটের কথা বলতে হলে, ও সম্ভবত এতটা প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেনি। কারণ ওডিআই ক্রিকেটে আইপিএল নেই। তাই আমি মনে করি ও ওডিআই খেলাটা সম্পর্কে শিখছে এবং বোঝার চেষ্টা করছে কীভাবে মিডল ওভারে ব্যাট করতে হয়। ও একজন ভালো এবং প্রতিভাবান ক্রিকেটার। তাই আমরা ওকে যতটা সম্ভব সুযোগ দিতে চাই। বাকিটা নির্ভর করছে ওর উপর। কীভাবে ও এই সুযোগ কাজে লাগায় সেটাই দেখার। শুধু ওকেই নয়, বাকিদেরও আমরা যতটা সম্ভব সুযোগ দেওয়ার চেষ্টা করছি।’

Next Article