Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND VS SA : উমরানকে সুযোগ দিতে চান, বাস্তব বোঝালেন দ্রাবিড়

স্কোয়াডে ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, আবেশ খানের মতো দক্ষ পেসার রয়েছেন।  তাঁদের বসিয়ে অন্তত প্রথম তিন ম্যাচে নতুনদের সুযোগের সম্ভাবনা কম।

IND VS SA : উমরানকে সুযোগ দিতে চান, বাস্তব বোঝালেন দ্রাবিড়
অনুশীলনে কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে উমরান।Image Credit source: TWITTER BCCI
Follow Us:
| Edited By: | Updated on: Jun 08, 2022 | 7:30 AM

নয়াদিল্লি: ভারত-দক্ষিণ আফ্রিকা (INDvsSA) পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ শুরু বৃহস্পতিবার। একাদশে জায়গা নিয়ে লড়াই দুই তরুণ পেসারের। উমরান মালিক (Umran Malik) এবং অর্শদীপ সিং (Arshdeep Singh)। আলোচনার কেন্দ্রে এক্সপ্রেস গতির উমরান। তাঁকে প্রশংসায় ভরিয়ে দিলেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। সিরিজের শুরুতেই সুযোগ দেওয়া যাবে সেই গ্যারান্টি অবশ্য দিতে পারলেন না। আইপিএল এবং নেটে নজর কাড়লেও উমরান, অর্শদীপদের আপাতত ওয়েটিং লিস্টেই থাকতে হবে। বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, মহম্মদ সামির মতো সিনিয়র ক্রিকেটারদের এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। স্কোয়াডে ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, আবেশ খানের মতো দক্ষ পেসার রয়েছেন।  তাঁদের বসিয়ে অন্তত প্রথম তিন ম্যাচে নতুনদের সুযোগের সম্ভাবনা কম।

আইপিএলে ১৫০ কিমি/ঘণ্টায় নিয়মিত বোলিং করেছেন সানরাইজার্স হায়দরাবাদে খেলা উমরান। এক ম্যাচে ১৫৭কিমি/ঘণ্টা স্পিড তুলেছেন। দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরুর আগে প্রথম সাংবাদিক সম্মেলনে হে়ড কোচ রাহুল দ্রাবিড় বলেন, ‘খুবই রোমহর্ষক। উমরান খুবই দ্রুত গতিতে বোলিং করেছে।  জাতীয় দলে তিন ফরম্যাটেই কোচ হিসেবে বাইরে থেকে আইপিএল উপভোগ করেছি। বেশ কয়েকজন ভারতীয় বোলার মুগ্ধ করেছে। ওরা দীর্ঘ ফরম্যাটেও এমন পারফর্ম করতে পারলে আরও ভালো লাগবে। তবে উমরানের বোলিং দেখার মধ্যে আলাদা ভালো লাগা ছিল। সকলেই ওর গতিতে মুগ্ধ হয়েছে।‘

উমরান প্রসঙ্গে রাহুল আরও যোগ করেন, ‘ও এখনও শিখছে। বয়স কম। ধীরে ধীরে উন্নতি করছে। যত বেশি খেলার সুযোগ পাবে, আরও উন্নতি করবে। আমাদের দৃষ্টিকোণ থেকে বলতে পারি, ওর মতো বোলারকে দলে পাওয়া খুবই ভালো দিক। ওকে কতটা সুযোগ দেওয়া যায় দেখা যাক। বাস্তবটা হল, আমাদের স্কোয়াড অনেকটাই বড়। সকলকে একাদশে রাখা সম্ভব নয়। ওকে কতটা সুযোগ দিতে পারব, সেটা রোমাঞ্চকর বিষয় হবে।‘

ভারতের স্কোয়াড: লোকেশ রাহুল (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষান, দীপক হুদা, শ্রেয়ষ আইয়ার, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, আবেশ খান, অর্শদীপ সিং, উমরান মালিক।