নয়াদিল্লি: বিশ্ব ক্রিকেটের অন্যতম কিংবদন্তি। দ্য ওয়াল নামেই পরিচিত রাহুল দ্রাবিড়। টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়। ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের ডিফেন্স বিশ্বের যে কোনও ব্যাটারের কাছে ঈর্ষার বিষয় ছিল। অনেক ক্ষেত্রেই বোলারের ধৈর্যের বাধ ভাঙত। পাকিস্তানের স্পিডস্টার শোয়েব আখতারের ক্ষেত্রেই ধরা যাক। এত বড় রান আপ, এক্সপ্রেস গতির ডেলিভারি, অনায়াসেই ক্রিজে নামাতেন রাহুল দ্রাবিড়। তাঁর ডিফেন্স এত্তটাই শক্তিশালী ছিল। সে কারণেই দ্য ওয়াল বলে ডাকা হত, এখনও হয়। তবে শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরলিধরন অবশ্য বলছেন, দ্রাবিড় তাঁর ডেলিভারি বুঝেই উঠতে পারতেন না! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
মুরলিধরন অবশ্য তাঁর নজরে সেরা ব্যাটারদের তালিকায় রেখেছেন রাহুল দ্রাবিড়কে। আবার এটাও বলছেন, তৎকালীন ভারতীয় ব্যাটারদের মধ্যে সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেওয়াগ, গৌতম গম্ভীররা তাঁর বোলিং বুঝতে পারলেও দ্রাবিড় পারতেন না। মুরলি বলছেন, ‘সচিন আমার বোলিং খুব ভালো বুঝত। সকলের পক্ষে এটা সহজ ছিল না। ব্রায়ান লারা সাফল্য পেলেও আমার বিরুদ্ধে নয়।’
টেস্ট ক্রিকেটে বিশ্বের সর্বাধিক উইকেট শিকারি মুথাইয়া মুরলিধরন। রেকর্ড ৮০০ উইকেট নিয়েছেন। বলছেন, ‘বেশ কয়েকজন রয়েছে যেমন রাহুল দ্রাবিড়। কিংবদন্তি ব্যাটার। কিন্তু আমার বোলিং বুঝেই উঠতে পারত না। সচিন, সেওয়াগ, গৌতমরা সেটা পারত। এমনকি আমার টিমেও অনেক প্লেয়ার ছিল যারা নেটে প্র্যাক্টিসের সময় একই সমস্যায় পড়ত।’
একটি অনুষ্ঠানে মুরলিধরনের সঙ্গে ছিলেন সচিন তেন্ডুলকরও। সেখানেই এই কথাগুলি বলেন মুরলি। তাঁকে নিয়ে সচিন বলেন, ‘বোলিং করতে খুবই ভালোবাসত মুরলি। কিন্তু ও কত ভালো টার্ন করাতে পারত, সেটা আমরাই বুঝতাম। ওকে যদি হাইওয়েতে বোলিং করতে দেওয়া হয়, সেখানেও বিশাল টার্ন করাতে পারবে।’