Rahul Dravid: দায়িত্ব থেকে ছুটি চান রাহুল, হট সিটে এ বার কে?
Team India's New Coach: বিশ্বকাপে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত। সেই হারের ক্ষত এখনও তাজা। শোনা গিয়েছিল বিশ্বকাপরে পরেই কোচের দায়িত্ব থেকে সরছেন দ্রাবিড়। তাঁর পরিবর্তে কে পাবে দায়িত্ব তা নিয়েও জল্পনা ছিল। হেড কোচের দায়িত্বে এগিয়ে ছিলেন ভিভিএস লক্ষ্মণ, অনীল কুম্বলে, বীরেন্দ্র সেওয়াগরা। এ বার বিসিসিআই সূত্রে খবর, রাহুলের পরিবর্তে ভারতীয় টিমের হেড স্যারের দায়িত্বে অসতে চলেছেন ভিভিএস লক্ষ্মণ। বর্তমানে এনসিএ-র দায়িত্বে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ।

নয়াদিল্লি: সদ্য শেষ হয়েছে বিশ্বকাপ। ঘরে ফিরেছেন বিরাট-রোহিতরা। শোনা গিয়েছিল বিশ্বকাপের পরই বদলে যাবে ভারতের হে়ড কোচ। রবি শাস্ত্রীর পর টানা দু’বছর হেড কোচের দায়িত্বে ছিলেন রাহুল দ্রাবিড়। বিশ্বকাপের মাঝেই শোনা গিয়েছিল চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আর তা বাড়াতে চান না রাহুল।যেমন কথা তেমন কাজ। বিসিসিআই সূত্রে খবর, এ বার রাহুলের পরিবর্তে হট সিটে বসতে চলেছেন ভিভিএস লক্ষ্মণ। কবে যোগ দিচ্ছেন লক্ষণ? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিশ্বকাপে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত। সেই হারের ক্ষত এখনও তাজা। শোনা গিয়েছিল বিশ্বকাপরে পরেই কোচের দায়িত্ব থেকে সরছেন দ্রাবিড়। তাঁর পরিবর্তে কে পাবে দায়িত্ব তা নিয়েও জল্পনা ছিল। হেড কোচের দায়িত্বে এগিয়ে ছিলেন ভিভিএস লক্ষ্মণ, অনীল কুম্বলে, বীরেন্দ্র সেওয়াগরা। এ বার বিসিসিআই সূত্রে খবর, রাহুলের পরিবর্তে ভারতীয় টিমের হেড স্যারের দায়িত্বে অসতে চলেছেন ভিভিএস লক্ষ্মণ। বর্তমানে এনসিএ-র দায়িত্বে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ। বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর আয়ারল্যান্ড সফরে গিয়েছিল ভারত। সেই সময় বিশ্রামে ছিলেন কোচ রাহুল দ্রাবিড়। ওই সফকে তরুণ ভারতীয় দলের হেড কোচ ছিলেন লক্ষ্মণ। রাহুল দ্রাবিড়ও ভারতের কোচ হওয়ার আগে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে ছিলেন। ফের হয়তো সেই দায়িত্বেই ফিরতে চলেছেন মিস্টার ডিপেন্ডেবল।
বোর্ড সূত্রে খবর, দক্ষিণ আফ্রিকা-ভারত সিরিজের আগে আনুষ্ঠানিকভাবে কোচের দায়িত্ব পেতে পারেন লক্ষ্মণ।। তবে শেষবারের মত দ্রাবিড়ের সঙ্গে কথা বলতে পারে বিসিসিআই এমনটাও শোনা যাচ্ছে। কারণ নতুনদের তৈরি করতে দ্রাবিড়ের অবদান অজানা নয় কারও। জহর চিনতে ভুল করেন না জহুরী দ্রাবিড়ের চোখ। তাই রাহুলের অভাব এত সহজে মেটানো সম্ভব নয় ভারতীয় দলে।





