Rahul Dravid: ‘বিরাট কত বড় মাপের ক্রিকেটার, পরিসংখ্যানই তার প্রমাণ’, কোহলির মাইলস্টোন ম্যাচের আগে রাহুল দ্রাবিড়

Virat Kohli 500th International Match: কুইন্স পার্ক ওভালে আজ আন্তর্জাতিক কেরিয়ারের ৫০০তম ম্যাচ খেলতে চলেছেন বিরাট কোহলি। এই ম্যাচ আরও এক কারণে বিশেষ। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ১০০তম টেস্ট এটি। জোড়া মাইলস্টোনের ম্যাচ কতটা রোমাঞ্চকর হয় সেটাই দেখার।

Rahul Dravid: বিরাট কত বড় মাপের ক্রিকেটার, পরিসংখ্যানই তার প্রমাণ, কোহলির মাইলস্টোন ম্যাচের আগে রাহুল দ্রাবিড়
'বিরাট কত বড় মাপের ক্রিকেটার, পরিসংখ্যানই তার প্রমাণ', কোহলির মাইলস্টোন ম্যাচের আগে রাহুল দ্রাবিড়Image Credit source: Virat Kohli Twitter

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 20, 2023 | 4:31 PM

ত্রিনিদাদ: তিনি অহরহ রেকর্ড গড়েন। পুরনো রেকর্ড ভাঙেন। এগিয়ে চলেন। তরুণ প্রজন্মকে প্রেরণা দেন। এই তিনি বিরাট কোহলি (Virat Kohli)। ক্যারিবিয়ান সফরে ডমিনিকা টেস্টে বিরাট রেকর্ড গড়েছিলেন। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় প্রথম পাঁচে ঢুকে পড়েছিলেন। দেশের হয়ে সাদা জার্সিতে কোহলির ৮৫০০ রানও পূর্ণ হয়ে গিয়েছিল। এ বার দ্বিতীয় টেস্টে কোহলির আরও রেকর্ড গড়ার পালা। আজ, বৃহস্পতিবার ২০ জুলাই কুইন্স পার্ক ওভালে কোহলি নামলেই গড়বেন এক রেকর্ড। ভারত-ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) দ্বিতীয় টেস্ট ২টি কারণে বিশেষ। এক, এটি কোহলির আন্তর্জাতিক কেরিয়ারের ৫০০তম ম্যাচ। দুই, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের এটি ১০০তম টেস্ট। দ্বিতীয় টেস্টের আগে দলের পরিস্থিতি ও কোহলিকে নিয়ে কী বললেন ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিরাট যে আন্তর্জাতিক কেরিয়ারের ৫০০তম ম্যাচ খেলতে নামছেন তা জানা ছিল না কোচ দ্রাবিড়ের। এই কীর্তির কথা জানতে পেরে তিনি বলেন, ‘আমি সত্যিই জানতাম না বিরাটের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচের বিষয়টা। নম্বরের দিক থেকে আমি খুবই কাঁচা। তবে এই নম্বর, পরিসংখ্যানই বুঝিয়ে দেয়, বিরাট কত বড় মাপের ক্রিকেটার। তবে কোচ হিসেবে আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ, ম্যাচের বাইরে ও কী ভাবে নিজেকে তৈরি করে। প্রচুর আত্মত্যাগ, পরিশ্রমের ফলে এত ম্যাচ খেলা যায়। কোচ হিসেবে আমার ভালো লাগার জায়গা, বিরাটকে দেখে নতুন প্রজন্ম উঠে আসবে। বিরাট আরও অনেক এগোবে।’

কোহলি যখন ভারতীয় টিমে এসেছিলেন, সেই সময় দ্রাবিড় ছিলেন সিনিয়র। সে কথা উল্লেখ করে দ্রাবিড় বলেন, ‘ওর সঙ্গে যখন খেলেছিলাম ও তরুণ ক্রিকেটার ছিল। একের পর এক সাফল্য পাচ্ছিল। তবে সতীর্থ হিসেবে এক রকম ভাবে দেখেছি ওকে। আর কোচ হওয়ার পর ওকে আরও কাছ থেকে দেখার সুযোগ হয়েছে।’

ডমিনিকা টেস্টে একপেশে জিতেছিল ভারত। সেই জয়ের ফলে ভারতীয় টিম কি আত্মতুষ্টিতে ভুগছে? এই প্রশ্নের উত্তরে রাহুল দ্রাবিড় বলেন, ‘আমাদের প্রক্রিয়াকে ধন্যবাদ জানাতে হবে। ঘরোয়া ক্রিকেট থেকে একঝাঁক তরুণ প্রজন্মের ক্রিকেটার উঠে এসেছে। যশস্বী গত ম্যাচে ছাপ রাখল। ঈশান দারুণ কিপিং করেছে। গত সাত-আট মাসে শুভমনের পারফর্ম্যান্স নজরকাড়া। কোচ হিসেবে এটা দেখতে খুবই ভালো লাগে। যত বেশি খেলবে, ওরাও চ্যালেঞ্জগুলো বুঝতে পারবে। এবং আরও উন্নতি করবে। গত ম্যাচে যশস্বী সাফল্য পেয়েছে। ওর জন্য নতুন ম্যাচে আলাদা কোনও পরিকল্পনা নিয়ে নামবে ওয়েস্ট ইন্ডিজ। এটাই দেখার, এ বার ও কীভাবে সেই চ্যালেঞ্জ কাটিয়ে ওঠে।’