অ্যাডিলেড: ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে টিম ইন্ডিয়ার টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2022) জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে। অস্ট্রেলিয়া থেকে ভারতের কয়েকজন ক্রিকেটার দেশে ফিরছেন। আর কিছু প্লেয়ার চলে যাচ্ছেন নিউজিল্যান্ডে (New Zealand)। কারণ সেখানে এ বার কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ান ডে-সহ মোট ছ’টি সীমিত ওভারের সিরিজের ম্যাচ খেলবে ভারত। ১৮ নভেম্বর থেকে শুরু হবে এই সাদা বলের সিরিজ। জানা গিয়েছে, ভারতের কিউয়ি সফরে কোচের দায়িত্বে থাকবেন না রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। বেশ কয়েকজন সিনিয়র প্লেয়ারের পাশাপাশি দলের হেড কোচ ও কোচিং স্টাফদেরও বিশ্রাম দেওয়া হচ্ছে। সেই তথ্যই তুলে ধরল TV9Bangla।
ওয়েলিংটনে ১৮ নভেম্বর থেকে শুরু হবে ভারত-নিউজিল্যান্ডের সীমিত ওভারের সিরিজ। টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর, টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা, তারকা ব্যাটার বিরাট কোহলি, ওপেনার কেএল রাহুল এবং তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের মতো সিনিয়র প্লেয়ারদের আসন্ন কিউয়ি সফরে বিশ্রাম দেওয়া হয়েছে। পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরো কোচিং স্টাফকেও নিউজিল্যান্ড সফরে বিশ্রাম দেওয়া হচ্ছে।
বিসিসিআইয়ের এক সূত্র সংবাদসংস্থা পিটিআইকে বলেছে, “হৃষিকেশ কানিতকর (ব্যাটিং) এবং সাইরাজ বাহুতুলে (বোলিং) সহ ভিভিএস লক্ষ্মণের নেতৃত্বে এনসিএ দল নিউজিল্যান্ডগামী দলের সঙ্গে যোগ দেবে।”
এই প্রথম বার ভারতের সিনিয়র দলের দায়িত্ব পাচ্ছেন লক্ষ্মণ এমনটা নয়। এর আগে তাঁর কোচিংয়ে ভারতীয় দল জিম্বাবোয়ে সফরে এবং আয়ারল্যান্ড সফরে খেলেছে। এ ছাড়া দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজেও টিম ইন্ডিয়ার কোচের দায়িত্বে ছিলেন তিনি।
ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া নিউজিল্যান্ডের সফরে টি-টোয়েন্টি সিরিজে দলের নেতৃত্ব দেবেন এবং সিনিয়র তারকা ওপেনার শিখর ধাওয়ান ওয়ান ডে দলের নেতৃত্ব দেবেন। এর পর বাংলাদেশ সফরে যাবে ভারতীয় দল। সেই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিনরাও বাংলাদেশ সফরে দলে ফিরবেন। বাংলাদেশের বিরুদ্ধে ৪ ডিসেম্বর থেকে ভারত তিনটি ওডিআই এবং দু’টি টেস্ট ম্যাচে খেলবে।