কানপুর: ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) মাঝপথে চোট পেতেই দরজা খুলল কেএস ভরতের (KS Bharat)। ব্যাটিং করার সুযোগ না পেলেও কিপিং স্কিলেই মুগ্ধ করলেন তিনি। ২৮ বছরের এই উইকেটকিপারে মজেছেন প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণও (VVS Laxman)।
ভারত (India)-নিউজিল্যান্ড (New Zealand) টেস্ট সিরিজে স্কোয়াডে আগগেই রাখা হয় ভরতকে। ঘাড়ের চোটে টেস্টের মাঝেই মাঠ ছেড়ে উঠে যান বাংলার উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। পরিবর্ত হিসেবে মাঠে নেমেই দুটো ক্যাচ আর একটা স্টাম্প আউট করে কেএস ভরত। তাঁর ভালো উইকেটকিপিংয়ের সৌজন্যেই নিউজিল্যান্ডের প্রথম ইনিংস ২৯৬ রানে শেষ হয়ে যায়। ৪৯ রানে এগিয়ে থাকে ভারত। কর্ণাটকের এই উইকেটকিপারের কথা প্রসঙ্গে লক্ষ্মণ বলেন, ‘ভরতের কিপিং স্কিল সম্পর্কে দ্রাবিড় (Rahul Dravid) আমাকে অনেক আগেই বলেছিল। ও আমাকে বলেছিল, ঋদ্ধিমান সাহার পরেই এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের সেরা উইকেটকিপার কেএস ভরত। নির্বাচকরা ওর উপর বিশ্বাস রেখেছে। আর ও মাঠে নেমে নিজেকে প্রমাণও করেছে। এটা দেখে ভালো লাগছে। ভারতের কোচ আর নির্বাচকদের আস্থার মর্যাদা দিতে পেরেছে ও।’
একই সঙ্গে লক্ষ্মণ (VVS Laxman) যোগ করেন, ‘এ রকম স্পিন সহায়ক উইকেটে ভালো মানের উইকেটকিপার না থাকলে দলকে ডুবতে হয়। ওর টেকনিক আর তাত্ক্ষণিক বুদ্ধি আমাকে মুগ্ধ করেছে। জাতীয় দলে প্রথম বার খেলতে নেমেও ভয় পায়নি। ঋদ্ধিমান সাহা চোট পাওয়ায় দরজা খুলেছে। চাপের মুহূর্তেও দুরন্ত পারফর্ম করেছে। অসাধারণ অভিজ্ঞতা হল ওর। এই অভিজ্ঞতাই ওর কেরিয়ারের সম্পদ এবং ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস বাড়াবে।’
প্রথম শ্রেণীর ক্রিকেটে ৭৮ ম্যাচে ৪২৮৩ রান করেছেন কেএস ভরত। সর্বোচ্চ রান ৩০৮। ব্যাটিং গড় ৩৭.২৪। ৯টা সেঞ্চুরি এবং ২৩টা হাফ সেঞ্চুরি আছে তাঁর ঝুলিতে। এ বছর আইপিএলেও বিরাটের আরসিবিতে (RCB) বেশ নজর কেড়েছেন ভরত। আগামী দিনে ভারতীয় ক্রিকেটের সম্পদ হয়ে উঠতে পারেন এই উইকেটকিপার।
আরও পড়ুন: ISL 2021-22: ডার্বিতে গোল করেই ধাওয়ানের থাই ফাইভ স্টাইলে সেলিব্রেশন কবাডিপ্রেমী মনবীরের