Rahul Dravid : আইপিএলের পারফর্মাররা এখনও ‘শিখছেন’, হারের পর দ্রাবিড়ের অবাক প্রতিক্রিয়া

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 14, 2023 | 12:07 PM

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজ হারের পরও দলের ঢাল হয়ে দাঁড়ালেন কোচ রাহুল দ্রাবিড়। অনভিজ্ঞ দল বলে দায় সারলেন তিনি।

Rahul Dravid : আইপিএলের পারফর্মাররা এখনও শিখছেন, হারের পর দ্রাবিড়ের অবাক প্রতিক্রিয়া
Image Credit source: Twitter

Follow Us

ফ্লোরিডা : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজে (Ind vs WI) ভারতের হারে দুশ্চিন্তায় ক্রিকেট জগত। সাধারণ সমর্থক থেকে ক্রিকেট বিশেষজ্ঞরা হার্দিক পান্ডিয়াদের পারফরম্যান্স নিয়ে উদ্বিগ্ন। এই দলের মধ্যে জয়ের খিদের অভাব দেখছেন অনেকে। হোক না টি ২০ ফরম্যাট, ওডিআই বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার এমন মানসিকতা উদ্বেগের। পাঁচ ম্যাচের টি ২০ সিরিজে হারকে কীভাবে দেখছেন হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)? হেড কোচ যে প্রতিক্রিয়া দিয়েছেন তা অবাক করে দেওয়ার মতো। ভুল স্বীকার করে নিয়েছেন তিনি। কিন্তু দল নিয়ে কড়া অবস্থান নেওয়ার পরিবর্তে বলেছেন, ‘এটা তরুণদের নিয়ে গড়া টিম। যারা এখনও শিখছে। এমনটা হয়েই থাকে।’ বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

ম্যাচের পর হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে দ্রাবিড় বলেন, “সিরিজের প্রথম দুটি ম্যাচে হারের পর টিম খুব ভালোভাবে প্রত্যাবর্তন করেছিল। আমরা লাগাতার দুটো ম্যাচে জিতেছি। কিন্তু শেষ ম্যাচে সিরিজ ভালোভাবে শেষ করতে পারলাম না। দলের ছেলেরা ভুল করেছে। ব্যাটিংয়ের ক্ষেত্রে আরও ভালো করা উচিত ছিল। কিন্তু এমনটা তো হয়েই থাকে। তরুণদের নিয়ে গড়া টিম এটি। ওরা তৈরি হচ্ছে, শিখছে। সিরিজ হারের দুঃখ রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ভালো টি ২০ টিম। এই হার থেকে অনেক কিছু শেখার রয়েছে।” টেস্ট এবং ওডিআই সিরিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন টিম ইন্ডিয়ার হেড কোচ। এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের আগে ভারতীয় দল সঠিক পথেই রয়েছে বলে বিশ্বাস তাঁর।

যদিও টি ২০ দল সম্পর্কে দ্রাবিড় যে কথাগুলো বলেছেন তাতে একমত হতে পারছেন না অনেকেই। টি ২০ সিরিজের ভারতীয় দলের তরুণ ক্রিকেটারদের সকলেই কমবেশি আইপিএলে খেলে অভ্যস্ত। কেউ কেউ আবার আইপিএলের পারফর্মার। আইপিএলের মঞ্চ থেকে চাপ সামলাতে অভ্যস্ত। অথচ সিরিজ হারের পর তাঁদেরকই শিক্ষানবিশ বলে দেগে দিলেন হেড কোচ। ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াও কিছুটা একই সুরে সাফাই দিয়েছিলেন। তাঁকে দেখে মনে হয়নি সিরিজ হারের কোনও প্রভাব পড়েছে বলে।

Next Article