Samit Dravid: ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অভিষেক রাহুল দ্রাবিড়-পুত্র সমিতের, ক্রিজে নামতেই…

KSCA Maharaja T20 League: প্রত্যাশার চাপ অনেক অনেক বেশি। তার অন্যতম কারণ, সমিতের বাবার নাম রাহুল দ্রাবিড়। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের পুত্র সমিতের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি অভিষেক কেমন হল?

Samit Dravid: ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অভিষেক রাহুল দ্রাবিড়-পুত্র সমিতের, ক্রিজে নামতেই...
Image Credit source: X
Follow Us:
| Updated on: Aug 16, 2024 | 8:57 AM

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে সমিত দ্রাবিড়। কর্নাটক ক্রিকেট সংস্থার মহারাজা টি-টোয়েন্টি লিগের এ মরসুমে নিলামে তাঁকে নিয়েছে মাইসোর ওয়ারিয়র্স। টুর্নামেন্টে তাদের দ্বিতীয় ম্যাচেই অভিষেক হল তরুণ পেস বোলিং অলরাউন্ডার সমিত দ্রাবিড়ের। বয়স ভিত্তিক স্তরে প্রচুর খেলেছেন। ধারাবাহিক পারফরম্যান্সও করেছেন। নিলামে তাঁকে ৫০ হাজার টাকায় নিয়েছিল মাইসোর ওয়ারিয়র্স। তাঁকে ঘিরে প্রত্যাশার চাপ অনেক অনেক বেশি। তার অন্যতম কারণ, সমিতের বাবার নাম রাহুল দ্রাবিড়। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের পুত্র সমিতের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি অভিষেক কেমন হল?

টস জিতে মাইসোরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় শিবামোগা লায়ন্স। দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারায় মাইসোর। পাওয়ার প্লে-র শেষ ওভারে দ্বিতীয় উইকেট। চার নম্বরে ক্রিজে আসেন দ্রাবিড়-পুত্র সমিত। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অভিষেক। নার্ভাস থাকারই কথা। দ্রাবিড় পুত্র ক্রিজে নামতেই সমর্থকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস। একটি বাউন্ডারিও মারেন। তবে ইনিংস দীর্ঘ হয়নি। অভিষেক ম্যাচে হার্দিক রাজের বোলিংয়ে ৯ বলে ৭ রানে ফেরেন সমিত। অধিনায়ক করুণ নায়ারও ব্যাট হাতে ব্যর্থ।

শেষ দিকে ভারতীয় ক্রিকেটের পরিচিত মুখ কৃষ্ণাপ্পা গৌতম (২১) এবং মনোজ ভান্ডাগের ১৬ বলে ৪২ রানের বিধ্বংসী ইনিংসে ৮ উইকেটে ১৫৯ রান করে মাইসোর ওয়ারিয়র্স। ৪টি ছয় মেরেছেন মনোজ। বৃষ্টির কারণে ভিজেডি পদ্ধতির প্রয়োগ করতে হয়। প্রতিপক্ষ শিবামোগা লায়ন্স ৯ ওভারে ৮০ রানে পাঁচ উইকেট হারায়। ভিজেডি পদ্ধতিতে ৭ রানে জয় মাইসোরের। অভিনব মনোহর ২৯ বলে ৫২ রানে অপরাজিত থাকলেও কাজে দেয়নি সেই ইনিংস। সমিতকে অবশ্য শুধু ব্যাটার হিসেবেই ব্যবহার করা হয়েছে। যদিও তিনি অলরআউন্ডার।