U19 Asia Cup: একাই ৭ উইকেট নিলেম, দুবাইয়ে ঝড় তোলা রাজ লিম্বানি থাকছেন IPL নিলামেও

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 12, 2023 | 7:46 PM

IND U19 vs NEP U19, Asia Cup: আফগানদের বিরুদ্ধে ৭ উইকেটে জিতে টুর্নামেন্ট শুরু করার পর পাকিস্তানের কাছে হারে ভারত। এ বার নেপালের বিরুদ্ধে ১০ উইকেটে দুরন্ত জয় ছিনিয়ে নিল উদয় সাহারানের ভারত। টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন উদয়। পঞ্চম ওভার খেকে নেপালের তাল কাটতে শুরু করে। নিয়মিত ব্যবধানে একের পর এক উইকেট হারাতে থাকে নেপাল।

U19 Asia Cup: একাই ৭ উইকেট নিলেম, দুবাইয়ে ঝড় তোলা রাজ লিম্বানি থাকছেন IPL নিলামেও
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নেপালকে ১০ উইকেটে হারাল ভারতের ছেলেরা।
Image Credit source: X

Follow Us

দুবাই: এক, দুই নয় সাত উইকেট নিয়ে নেপালকে লন্ডভন্ড করে দিলেন ভারতের এক বোলার। ১, ৭, ০, ২, ৪, ০, ৭, ৪, ২, ৮, ৪ এই নম্বরগুলো জুড়ে দিলে একটা মোবাইল নম্বর মনে হতেই পারে। কিন্তু আসলে এগুলো হল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নেপালের ক্রিকেটারদের করা রান। ডিসেম্বরে দুবাইতে হবে আইপিএলের মিনি নিলাম। সেখানে বর্তমানে চলছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। টিম ইন্ডিয়ার সিনিয়র ক্রিকেটাররা একদিকে ব্যস্ত প্রোটিয়া সফরে। আর দেশের তরুণ ক্রিকেটাররা ব্যস্ত যুব এশিয়া কাপে। নেপালের বিরুদ্ধে ভারতের জোরে বোলার রাজ লিম্বানি একাই ৭ উইকেট সাবাড় করেছেন। সোমবারই ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, আসন্ন আইপিএলের নিলামে ৩৩৩ জন ক্রিকেটারের ভাগ্য পরীক্ষা হবে। সেখানে নাম রয়েছে রাজ লিম্বানিরও। ভারতের এই তরুণ তুর্কির ভাগ্য সেখানে খুলতে পারে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদবনে।

কে এই রাজ লিম্বানি?

ভারতের ১৮ বছর বয়সী জোরে বোলার রাজ লিম্বানিকে নেপালের বিরুদ্ধে বিধ্বংসী ছন্দে দেখা যায়। নেপালের বিরুদ্ধে ৯.১ ওভারে ৩টি মেডেন-সহ ১৩ রান দিয়ে ৭টি উইকেট তুলে নেন রাজ লিম্বানি। গুজরাটে লাখপত তালুকের দয়াপুর গ্রামের ছেলে রাজ লিম্বানি। বর্তমানে তিনি থাকেন ভদোদরাতে। বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ লিম্বানিকে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ দলে বেছে নেওয়া হয়েছিল। তিনি পাতিদার সম্প্রদায়ের মুখ উজ্জ্বল করছেন।

আফগানদের বিরুদ্ধে ৭ উইকেটে জিতে টুর্নামেন্ট শুরু করার পর পাকিস্তানের কাছে হারে ভারত। এ বার নেপালের বিরুদ্ধে ১০ উইকেটে দুরন্ত জয় ছিনিয়ে নিল উদয় সাহারানের ভারত। টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন উদয়। পঞ্চম ওভার খেকে নেপালের তাল কাটতে শুরু করে। নিয়মিত ব্যবধানে একের পর এক উইকেট হারাতে থাকে নেপাল। শুরুটা করেন রাজ লিম্বানি, ওপেনার দীপক বোহারাকে ১ রানে ফিরিয়ে। এরপর নেপালের উইকেটকিপার ব্যাটার উত্তর মাগারকে শূন্যে ফেরান রাজ। ভারতকে তৃতীয় সাফল্য দেন আরাধ্য শুক্ল। তিনি ফেরান অর্জুন কুমালকে (৭)। নবম ওভারে নেপালের অধিনায়র দেব খানালের (২) উইকেটটি তুলে নেন রাজ। একই ওভারে শূন্যে তিনি ফেরান দীপক দুমরেকে। সাত নম্বরে নামা দীপকের উইকেটও তুলে নেন রাজ। এ ছাড়া সুবাশ ভান্ডারি (২) ও হেমন্ত ধামির (৮) শেষ উইকেটটিও তুলে নেন লিম্বানি। নেপালের কোনও ক্রিকেটার দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। বরং ভারতীয় বোলাররা ১৩ রান অতিরিক্ত দেন। সবমিলিয়ে ২২.১ ওভারে ৫২ রানে গুটিয়ে যায় নেপাল। রাজের ৭ উইকেট ছাড়া ২টি উইকেট নেন আরাধ্য শুক্ল আর ১টি উইতেট অর্শিন কুলকার্নির।

৫৩ রানের টার্গেট তাড়া করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি ভারতকে। টিম ইন্ডিয়ার আদর্শ সিং ও অর্শিন কুলকার্নি জুটিতে ৭.১ ওভারে ৫৭ রান তুলে ফেলে। ফলে ২৭৫ বল বাকি থাকতেই ১০ উইকেটে এই ম্যাচ জিতে নিল ভারতের ছেলেরা। ১৩ রানে অপরাজিত আদর্শ সিং আর ৪৩ রানে অপরাজিত অর্শিন কুলকার্নি।