রাজস্থান রয়্যালসে নয়া ভূমিকায় সাঙ্গাকারা

sushovan mukherjee |

Jan 24, 2021 | 5:32 PM

ক্রিকেট দলের কোচিং পরিকাঠামো, নিলাম প্রক্রিয়া, দলগঠন পুরো বিষয়টাই এখন দেখবেন কুমার সাঙ্গাকারা।

রাজস্থান রয়্যালসে নয়া ভূমিকায় সাঙ্গাকারা
আইপিএলে নয়া দায়িত্বে সাঙ্গাকারা।

Follow Us

জয়পুর: আইপিএলে নতুন দায়িত্ব পেলেন কুমার সাঙ্গাকারা। রাজস্থান রয়্যালসের ক্রিকেট ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক। আসন্ন আইপিএলেই ডিরেক্টরের ভূমিকায় দেখা যাবে সাঙ্গাকারাকে। রাজস্থান রয়্যালসের ক্রিকেটের পুরোটাই দেখভাল করবেন তিনি।

ক্রিকেট দলের কোচিং পরিকাঠামো, নিলাম প্রক্রিয়া, দলগঠন পুরো বিষয়টাই এখন দেখবেন কুমার সাঙ্গাকারা। সামনের মাসে আইপিএলের নিলামে রাজস্থান রয়্যালসের টেবিলে দেখা যাবে সাঙ্গাকে। নাগপুরে রয়্যালসের ক্রিকেট অ্যাকাডেমির উন্নতিতেও নজর দেবেন প্রাক্তন লঙ্কান অধিনায়ক। নয়া দায়িত্ব পেয়ে খুশি সাঙ্গাকারা। তিনি বলেন, ‘এটা একটা নতুন চ্যালেঞ্জ। রাজস্থান রয়্যালসের ক্রিকেটের পরিকাঠামোতে আরও উন্নতি আনতে চাই। আইপিএলে আরও তরুণ ক্রিকেটার তুলে আনতে চাই। এটা সত্যি আমাকে অনেক মোটিভেট করছে।’

 

আরও পড়ুন:মনে এখনও বেঁচে আছে সেই ছোট্ট ছেলেটা: পন্থ

২০০৮ সালে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে আইপিএল অভিষেকেই অর্ধশতরান করেছিলেন সাঙ্গাকারা। প্রথম বছর ১০ ম্যাচে ৩২০ রান করেছিলেন তিনি। শুধু তাই নয়, প্রথম চার বছর ধরেই আইপিএলে তিনশোর উপর রান করার নজির রয়েছে সাঙ্গাকারার। ২০১৩ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে নেতৃত্ব দিয়েছিলেন সাঙ্গা।

Next Article