IPL 2021: ভাঙল আঙুল, বাকি আইপিএলে নেই স্টোকস

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: sushovan mukherjee

Apr 14, 2021 | 9:28 AM

সোমবার পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ফিল্ডিং করার সময় হাতে গুরুতর চোট পান রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অলরাউন্ডার।

IPL 2021: ভাঙল আঙুল, বাকি আইপিএলে নেই স্টোকস
সৌজন্যে-আইপিএল টুইটার

Follow Us

মুম্বই: বড় ধাক্কা রাজস্থান রয়্যালসের। আইপিএল (IPL) থেকে ছিটকে গেলেন বেন স্টোকস। সোমবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় হাতে গুরুতর চোট পান রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অলরাউন্ডার। বাঁ হাতের আঙুল ভেঙেছে তারকা অলরাউন্ডারের।

সোমবার পঞ্জাব কিংস-রাজস্থান রয়্যালস ম্যাচ চলাকালীন ক্রিস গেইলের একটি ক্যাচ ধরেন বেন স্টোকস (Ben Stokes)। শুরুতে একটি ক্যাচ ফেললেও গেইলের ক্যাচ ধরার সময় অনেকটা দৌড়ে ডাইভ দিয়ে বল তালুবন্দি করেন তিনি। ক্যাচ ধরার পরই বাঁ-হাতে অস্বস্তি অনুভব করেন বেন স্টোকস। যদিও সেই অবস্থাতেই খেলা চালিয়ে যান রাজস্থান রয়্যালসের অলরাউন্ডার। ওপেনিংয়ে ব্যাট করতে এসে শূন্য রানে আউট হন। মহম্মদ সামির প্রথম ওভারেই ফিরে যান।

সৌজন্যে-আইপিএল টুইটার

আরও পড়ুন: 

মঙ্গলবার এক্স-রে হয় স্টোকসের। সেখানে দেখা যায় বাঁ হাতের আঙল ভেঙেছে তার। ফলে বাকি আইপিএলে মাঠের বাইরেই থাকতে হবে স্টোকসকে।  বৃহস্পতিবার ফের একবার স্টোকসের এক্স-রে হওয়ার কথা । তবে এক সপ্তাহ এখন ভারতেই থাকবেন বেন স্টোকস। চোটের অবস্থা জানতে রাজস্থান রয়্যালসের সঙ্গে যোগাযোগ রাখছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। চূড়ান্ত রিপোর্ট দেখার পরই স্টোকসকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসিবি। কারণ এরপর ঠাসা সূচি রয়েছে ইংল্যান্ডের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার পর ভারতের বিরুদ্ধে ৫টি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড। আর তারপরেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং অ্যাসেজ। স্টোকসের চোট রাজস্থান রয়্যালসের যেমন চিন্তা বাড়িয়েছে, তেমনই কপালে ভাঁজ ফেলেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডেরও।

Next Article