Jos Buttler Injury: আঙুলে একাধিক সেলাই, রাজস্থানের চাপ বাড়িয়ে ছিটকে গেলেন বাটলার!
আইপিএলে চোটের সংখ্যা ক্রমশই বাড়ছে। একের পর এক ক্রিকেটার চোটের কবলে পড়ছেন। তালিকার নতুন সংযোজন রাজস্থান রয়্যালসের বিধ্বংসী ওপেনার জস বাটলার।
কলকাতা: গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাত্র ৫ রানে হারতে হয়েছে রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals)। চলতি আইপিএলে প্রথম হোম ম্যাচে পরাজয় ছাড়াও চোট সমস্যায় পড়েছে সঞ্জু স্যামসনের টিম। ফিল্ডিংয়ের সময় ক্যাচ নিতে আঙুলে চোট পান রাজস্থানের বিধ্বংসী ওপেনার জস বাটলার (IPL 2023)। তাঁর পরিবর্তে রাজস্থান রয়্যালসের হয়ে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। পাওয়ার প্লে ওভারে আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিংয়ের জন্য প্রসিদ্ধ বাটলার (Jos Buttler)। প্রথম ম্যাচে ঝোড়ো অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন। তাই বাটলার ওপেন করতে না নামায় অবাক হয়ে যান ক্রিকেট সমর্থকরা। ম্যাচের পর আসল কারণ খোলসা করেন ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। বটলারের চোটে বিপাকে পড়ে গিয়েছে রয়্যালসরা। বিস্তারিত TV9 Bangla-য়।
পঞ্জাব কিংসের ইনিংসের শেষ ওভারে জস বাটলার শাহরুখ খানকে আউট করতে গিয়ে দারুণ ক্যাচ নেন। মনে করা হচ্ছে, সেইসময়ই আঙুলে চোট পান তিনি। পরে যশস্বীর সঙ্গে রান তাড়া করতে নামতে পারেননি। তাঁর পরিবর্তে রাজস্থানের ইনিংসের সূচনায় নামেন অশ্বিন। পঞ্জাবের বিরুদ্ধে ৫ রানে ম্যাচ হারের ক্যাপ্টেন সঞ্জু বলেন, “জস বাটলার ফিট নন। ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পেয়ে সেলাই হয়েছে। পাডিকলকে ওপেন করতে পাঠানো হয়নি কারণ পঞ্জাবের কাছে দু’জন স্পিনার ছিল। একজন লেফ্ট আর্ম স্পিনার এবং লেগ স্পিনার।”
It’s Jos Buttler, once again, for Rajasthan Royals. ? pic.twitter.com/3gdHCrdfQh
— Rajasthan Royals (@rajasthanroyals) April 5, 2023
চোটের কারণে পরের ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন বাটলার। ৮ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালস খেলবে নিজেদের তৃতীয় ম্যাচ। নড়বড়ে দিল্লির বিরুদ্ধে রাজস্থানের জয়ের সরণীতে ফেরার লড়াই। ডেভিড ওয়ার্নারদের বিরুদ্ধে সেই ম্যাচও খেলা হবে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে। দ্বিতীয় হোম ম্যাচে দলের বিধ্বংসী ওপেনারকে ছাড়াই খেলতে হবে রাজস্থানকে।