IND vs ENG: সরফরাজের অপেক্ষা বাড়ল, বিশাখাপত্তনমে অভিষেক রজত পাতিদারের

Feb 02, 2024 | 9:45 AM

Rajat Patidar: সব সময় আগ্রাসী ব্যাটিং করেন মধ্যপ্রদেশের ৩০ বছরের রজত পাতিদার। ঘরোয়া ক্রিকেটে প্রবেশের পর থেকে সেই ছন্দ ধরে রেখেছেন রজত। এ বার টিম ইন্ডিয়ার জার্সিতে সেই আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে মুখিয়ে রয়েছেন আরসিবিতে বিরাট কোহলির সতীর্থ রজত।

IND vs ENG: সরফরাজের অপেক্ষা বাড়ল, বিশাখাপত্তনমে অভিষেক রজত পাতিদারের
IND vs ENG: সরফরাজের অপেক্ষা বাড়ল, বিশাখাপত্তনমে অভিষেক রজত পাতিদারের
Image Credit source: BCCI

Follow Us

কলকাতা: সরফরাজ খান (Sarfaraz Khan) কিংবা রজত পাতিদার (Rajat Patidar) এই দুই ক্রিকেটারের মধ্যে একজনের যে বিশাখাপত্তনমে টেস্ট (Test Cricket) ডেবিউ হতে চলেছে, এমনটা প্রায় সকলের জানা ছিল। কিন্তু শিঁকে ছিঁড়বে কার? এই একটাই প্রশ্ন ছিল। শুক্রবার সকাল সকাল হাসি ফুটল মধ্যপ্রদেশের ব্যাটার রজত পাতিদারের মুখে। অন্যদিকে রজতের মতো জাতীয় দলে প্রথম বার ডাক পাওয়া মুম্বইয়ের সরফরাজের জাতীয় দলে অভিষেকের অপেক্ষা আরও বাড়ল। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টে টস জিতলেন রোহিত শর্মা নাকি বেন স্টোকস।

বিশাখাপত্তনমে টস জিতেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টস জিতে স্কোরবোর্ডে বড় রান তোলার সিদ্ধান্ত নিয়েছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। দ্বিতীয় টেস্টে ভারতের একাদশে তিনটি পরিবর্তন হয়েছে। লোকেশ রাহুল, রবীন্দ্র জাডেজা এবং মহম্মদ সিরাজ নেই এই টেস্টে। রাহুল ও জাডেজা চোটের কারণে নেই। আর বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, মহম্মদ সিরাজকে দ্বিতীয় টেস্টের জন্য টিম থেকে রিলিজ় করে দেওয়া হয়েছে। সম্প্রতি তিনি যে পরিমাণ ক্রিকেট খেলেছেন, সেই কথা মাথায় রেখে তাঁকে বিশ্রাম দেওয়া হল। রাজকোটে হতে চলা তৃতীয় টেস্টের টিম বাছাইয়ের জন্য় তিনি উপলব্ধ রয়েছেন। একইসঙ্গে জানানো হয়েছে, আবেশ খান দ্বিতীয় টেস্টের জন্য দলের সঙ্গে যোগ দিয়েছেন।

বিরাট কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২টো টেস্টে না থাকায় টিমে ডাক পেয়েছিলেন রজত পাতিদার। ৩০ বছর বয়সে টেস্ট অভিষেক হল রজতের। তাঁর মাথায় টেস্ট ক্যাপ তুলে দেন ভারতীয় কিংবদন্তি জাহির খান। টিম ইন্ডিয়ার মতো ইংল্যান্ড টিমেও আজ খেলবেন টেস্ট অভিষেক হওয়া শোয়েব বশির।


ভারতের একাদশ – যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, শ্রেয়স আইয়ার, রজত পাতিদার, অক্ষর প্যাটেল, শ্রীকর ভরত, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা ও মুকেশ কুমার।

ইংল্যান্ডের একাদশ – জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, টম হার্টলি, শোয়েব বশির ও জেমস অ্যান্ডারসন।

Next Article