Rajat Patidar: টেস্ট অভিষেকের দরজায় দাঁড়িয়ে রজতের মুখে বিরাট-রোহিত স্তুতি

Feb 01, 2024 | 2:35 PM

IND vs ENG: বিসিসিআই সোশ্যাল মিডিয়া সাইট X এ ২ মিনিট ৫০ সেকেন্ডের রজত পাতিদারের এক ভিডিয়ো শেয়ার করেছে। যেখানে রজত তাঁর চোট সারিয়ে প্রথম বার টেস্ট টিমে ডাক পাওয়ার অনুভূতি থেকে শুরু করে, বিরাট-রোহিতদের দেখে কী শিখেছেন, সবকিছু বলেছেন। মধ্যপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেন রজত। আইপিএলে খেলেন আরসিবিতে। বিসিসিআই টিভিতে তিনি জানিয়েছেন, আইপিএলে একই টিমে খেলার সুবাদে বিরাট কোহলির সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পেয়েছেন তিনি।

Rajat Patidar: টেস্ট অভিষেকের দরজায় দাঁড়িয়ে রজতের মুখে বিরাট-রোহিত স্তুতি
টেস্ট অভিষেকের দরজায় দাঁড়িয়ে রজতের মুখে বিরাট-রোহিত স্তুতি
Image Credit source: BCCI

Follow Us

কলকাতা: দেশের মাটিতে টেস্ট অভিষেকের থেকে ঠিক এক কদম দূরে দাঁড়িয়ে রয়েছেন বিরাট কোহলির আইপিএলের সতীর্থ রজত পাতিদার (Rajat Patidar)। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে ব্যক্তিগত কারণে কোহলি না থাকায় তাঁর পরিবর্তে টেস্ট টিমে ডাক পেয়েছেন রজত। সেই রজত বিসিসিআই টিভিতে জানালেন টেস্টে প্রথম বার ডাক পাওয়ার অনুভূতি। বিশাখাপত্তনমে আগামিকাল থেকে (২ ফেব্রুয়ারি) শুরু হবে ভারত-ইংল্যান্ড (India vs England) দ্বিতীয় টেস্ট ম্যাচ। টিম ইন্ডিয়ার একাদশে বেশ কয়েকটি পরিবর্তন হওয়ার সম্ভবনা রয়েছে। ভারতীয় টিমের যা বর্তমান পরিস্থিতি, তাতে রজত পাতিদার কিংবা সরফরাজ খানের টেস্ট অভিষেকও হতে পারে বলে মনে করছে ক্রিকেট মহল। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই বেশ উত্তেজিত রজত-সরফরাজরা।

বিসিসিআই সোশ্যাল মিডিয়া সাইট X এ ২ মিনিট ৫০ সেকেন্ডের রজত পাতিদারের এক ভিডিয়ো শেয়ার করেছে। যেখানে রজত তাঁর চোট সারিয়ে প্রথম বার টেস্ট টিমে ডাক পাওয়ার অনুভূতি থেকে শুরু করে, বিরাট-রোহিতদের দেখে কী শিখেছেন, সবকিছু বলেছেন। মধ্যপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেন রজত। আইপিএলে খেলেন আরসিবিতে। বিসিসিআই টিভিতে তিনি জানিয়েছেন, আইপিএলে একই টিমে খেলার সুবাদে বিরাট কোহলির সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পেয়েছেন তিনি। তাঁর কথায়, ‘বিরাটভাই যখনই নেটে ব্যাটিং করে আমি ওকে দেখি। বিশেষ করে দেখি ব্যাটিংয়ের সময় ওর ফুটওয়ার্ক, বডি মুভমেন্ট কেমন হয়। সেটা পর্যবেক্ষণ করে নিজের ব্যাটিংয়ের সময় কাজে লাগানোর চেষ্টা করি।’

চোট সারিয়ে ভারতের টেস্ট টিমে ডাক পাওয়া রজতের কাছে স্বপ্নের মতো। তিনি জানিয়েছেন, বরাবর দেশের হয়ে টেস্ট খেলার স্বপ্ন দেখতেন তিনি। এ বার রজতের সেই স্বপ্নপূরণ হওয়ার পথে। যে কারণে, তিনি রীতিমতো উচ্ছ্বসিত। ঘরোয়া ক্রিকেটে একাধিক ভারতীয় তারকা ক্রিকেটারের সঙ্গে রজতের খেলার সুযোগ হয়েছে। কিন্তু রোহিত শর্মার সঙ্গে বেশি কথা হয়নি আগে রজতের। তিনি বলেন, ‘রোহিতভাইয়ের সঙ্গে আগে অতটা কথা হয়নি। এই সফরে সেটা হচ্ছে। তিনি নেট অনুশীলনের সময় তাঁর অভিজ্ঞতা শেয়ার করছেন। এগুলো আমার আত্মবিশ্বাস বাড়াচ্ছে।’

বরাবরই আগ্রাসী ব্যাটিং করেন রজত পাতিদার। ঘরোয়া ক্রিকেটে হাতেখড়ি হওয়ার পর থেকে সেই একই ছন্দ ধরে রেখেছেন তিনি। এ বার ভারতের জার্সিতেও সেই আগ্রাসী মেজাজে ব্যাটিং করার জন্য নিজেকে তৈরি করছেন রজত। এ বার আগামিকাল সকালে বিশাখাপত্তনমে রজতের মাথায় টেস্ট ডেবিউয়ের ক্যাপ ওঠে কিনা।

Next Article