Babar Azam : ব্র্যাডম্যানের চেয়ে কোনও অংশে কম নন বাবর আজম!
Pakistan Cricket : পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা বোর্ডের চেয়ারম্যানও ছিলেন। ধারাভাষ্যকার হিসেবেও কাজ করেছেন। বোর্ড থেকে তাঁকে তাড়িয়ে দেওয়া হয়। নিজের ইউটিউব চ্যানেলে নানা বিষয়ে মত দিয়ে থাকেন।
নয়াদিল্লি : কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের চেয়ে কোনও অংশে কম নন পাকিস্তান অধিনায়ক বাবর আজম! এমনটাই মনে করেন সে দেশের প্রাক্তন ক্রিকেটার। পাশাপাশি তিনি আরও মনে করেন, সাদা বলের ক্রিকেটে বর্তমানে বিশ্বের সেরা ব্যাটার বাবরই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ওডিআই সিরিজ খেলছে পাকিস্তান। আজ সিরিজের পঞ্চম তথা শেষ ওডিআই। প্রথম চার ম্যাচেই জিতেছে পাকিস্তান। শেষ ম্যাচ জিতে ৫-০ করাই লক্ষ্য। এক তরফা সিরিজ জিতে ওডিআই ক্রিকেটে এক নম্বর দল হিসেবে উঠে এসেছে পাকিস্তান। বাবর আজমও এই সিরিজে ভালো ছন্দে। এখনও অবধি ৪ ম্যাচে করেছেন ২৭৫ রান। এরপরই ব্র্যাডম্য়ানের সঙ্গে তুলনায় পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা বোর্ডের চেয়ারম্যানও ছিলেন। ধারাভাষ্যকার হিসেবেও কাজ করেছেন। বোর্ড থেকে তাঁকে তাড়িয়ে দেওয়া হয়। নিজের ইউটিউব চ্যানেলে নানা বিষয়ে মত দিয়ে থাকেন। সেখানেই বাবর আজম সম্পর্কে রামিজ রাজা বলেছেন, ‘ডন ব্র্যাডম্যানের চেয়ে কোনও অংশে কম নয় বাবর আজম। পরিসংখ্যানের দিক থেকে সাদা বলের ক্রিকেটে বিশ্বের সেরা প্লেয়ার বাবর। কোনও ক্রিকেটারের মধ্যে এমন ধারাবাহিকতা দেখিনি। ওর টেকনিক, মানসিকতাই সাফল্যের ভিত্তি। টেকনিকের দিক থেকে ওর মধ্যে কোনও খুঁত নেই। যে পিচেই খেলুক না কেন, ওর কোনও সমস্যা নেই।’
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ ম্যাচে বাবর আজম সেঞ্চুরি করেন। তাঁর ১১৭ বলে ১০৭ রানের ইনিংসের সৌজন্যে ৩৩৪-৬ বড় স্কোর গড়ে পাকিস্তান। জবাবে নিউজিল্য়ান্ড ২৩২ রানেই অলআউট। এই সিরিজে এটিই সবচেয়ে কম স্কোর। ওডিআই ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্য়াটার বাবর আজম। ৯৭ ইনিংসে ৫ হাজার রানের মাইলফলক পেরিয়ে গিয়েছেন। হাসিম আমলার ১০১ ইনিংসের রেকর্ড ভেঙেছেন। রামিজ রাজা আরও যোগ করলেন, ‘দ্রুততম ৫ হাজারের মাইলফলক পেরিয়েছে বাবর। ভিভ রিচার্ডসের মতো ব্য়াটারকেও ছাপিয়ে গিয়েছে। অনেক বড় সাফল্য এটা। ওর জন্যই পাকিস্তান ওডিআই ক্রিকেটে এক নম্বর দল।’