Ranji Round Up: অভিমন্যুর কীর্তির ম্যাচে বাংলার নামা হল না, কিষাণের সেঞ্চুরি; খেলছেন রিঙ্কু সিং
Ranji Trophy 2024-25: অভিমন্যু ঈশ্বরণের জন্য মাইলফলকের ম্যাচ। প্রথম শ্রেনির ক্রিকেটে সেঞ্চুরি ম্যাচ অভিমন্যু ঈশ্বরণের। এর জন্য তাঁকে বাংলা ক্রিকেট সংস্থার তরফে সংবর্ধনাও দেওয়া হয়। যদিও প্রথম দিনের খেলা না হওয়ায় অস্বস্তি থাকল।
রঞ্জি ট্রফি দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হল এ দিন। যদিও বাংলার নামা হল না। প্রথম রাউন্ডে উত্তরপ্রদেশের বিরুদ্ধে খেলেছিল বাংলা। ছয় পয়েন্টের জন্য ঝাঁপালেও শেষ অবধি তিন পয়েন্ট জুটেছিল বাংলার। অ্যাওয়ে ম্যাচে খুবই ভালো পারফরম্যান্স। ছয় পয়েন্টে বাংলার বাধা হয়ে দাঁড়িয়েছিলেন প্রিয়ম গর্গ। ঘরের মাঠে বিহারের বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডে নামার কথা বাংলার। কল্যাণীতে বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমিতে প্রথম দিনের খেলা যদিও ভেস্তে গেল। অভিমন্যু ঈশ্বরণের জন্য মাইলফলকের ম্যাচ। প্রথম শ্রেনির ক্রিকেটে সেঞ্চুরি ম্যাচ অভিমন্যু ঈশ্বরণের। এর জন্য তাঁকে বাংলা ক্রিকেট সংস্থার তরফে সংবর্ধনাও দেওয়া হয়। যদিও প্রথম দিনের খেলা না হওয়ায় অস্বস্তি থাকল।
দ্বিতীয় রাউন্ডের ম্যাচ স্মরণীয় হয়ে থাকল ঈশান কিষাণের জন্য। গত মরসুমের রঞ্জিতে খেলেননি ঈশান। বোর্ডের নির্দেশ সত্ত্বেও না খেলায় সমস্যায় পড়েছিলেন। আইপিএলের পর দলীপ ট্রফি দিয়ে ঘরোয়া ক্রিকেটে ফেরেন। ঝাড়খণ্ড প্রথম দু-ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছিল। ঈশান কিষাণকে ক্যাপ্টেন করেছে। প্রথম ম্যাচে সেই অর্থে সাফল্য পাননি। দ্বিতীয় রাউন্ডে রেলওয়েজের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি ঈশান কিষাণের। নাজিম সিদ্দিকি ৯৬ রানে ফেরেন। সাময়িক অস্বস্তিতে পড়েছিল ঝাড়খণ্ড। তবে ক্যাপ্টেন ঈশান কিষাণের ১০১ এবং ভাইস ক্যাপ্টেন বিরাট সিংয়ের অপরাজিত ১০৩ রানের সৌজন্যে প্রথম দিনই ৫ উইকেটে ৩২৫ রান তুলেছে ঝাড়খণ্ড।
বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পর ঘরোয়া ক্রিকেটে ফিরলেন রিঙ্কু সিং। দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে প্রস্তুতির সুযোগ মিস করতে চাননি রিঙ্কু। তাই রঞ্জি ট্রফিতে ফিরলেন। উত্তরপ্রদেশের বিরুদ্ধে হরিয়ানা প্রথমে ব্যাট করছে। প্রথম দিন ৬ উইকেটে ২৪২ রান তুলে নিয়েছে হরিয়ানা। রিঙ্কুকে ব্যাটিংয়ের জন্য অপেক্ষা করতে হবে। তবে বোলিংয়ে হাত ঘোরালেন এক ওভার। দিয়েছেন মাত্র ৩ রান।