ক্যাপ্টেন মনোজেই আস্থা, বাংলার রঞ্জি দলে একঝাঁক নতুন মুখ

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: অভিষেক সেনগুপ্ত

Dec 30, 2023 | 12:22 PM

Ranji Trophy 2024, Bengal Squad: রঞ্জি ট্রফির প্রথম দু-ম্যাচের জন্য দল ঘোষণা করল বাংলা ক্রিকেট সংস্থা। নতুন বছরের শুরুতেই লাল-বলের সর্বভারতীয় প্রতিযোগিতা শুরু হচ্ছে। মনোজ তিওয়ারির নেতৃত্বে গত মরসুমে ফাইনালে উঠেছিল বাংলা। যদিও ৩৩ বছরের ট্রফির অপেক্ষা মেটেনি। ইডেন গার্ডেন্সে এ দিন সিএবি প্রথম ডিভিশন লিগে ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বির পরই রঞ্জির দল বেছে নেন বাংলা ক্রিকেট সংস্থার নির্বাচকরা।

ক্যাপ্টেন মনোজেই আস্থা, বাংলার রঞ্জি দলে একঝাঁক নতুন মুখ
Image Credit source: X

Follow Us

কলকাতা: রঞ্জি ট্রফির প্রথম দু-ম্যাচের জন্য দল ঘোষণা করল বাংলা ক্রিকেট সংস্থা। নতুন বছরের শুরুতেই লাল-বলের সর্বভারতীয় প্রতিযোগিতা শুরু হচ্ছে। গত মরসুমে ফাইনালে উঠেছিল বাংলা। যদিও ৩৩ বছরের ট্রফির অপেক্ষা মেটেনি। ইডেন গার্ডেন্সে এ দিন সিএবি প্রথম ডিভিশন লিগে ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বির পরই রঞ্জির দল বেছে নেন বাংলা ক্রিকেট সংস্থার নির্বাচকরা। স্কোয়াডে একঝাঁক নতুন মুখ। এর মধ্যে রয়েছেন শ্রেয়াংশ ঘোষ ও কিপার ব্যাটার সৌরভ পাল। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বাংলার কিংবদন্তি ক্রিকেটার মনোজ তিওয়ারি গত মরসুমে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। তাঁর লক্ষ্য ছিল বাংলাকে দ্বিতীয় বার রঞ্জি ট্রফির স্বাদ দেওয়া। রঞ্জির ইতিহাসে এক বারই চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। দ্বিতীয় ট্রফির জন্য ৩৩ বছরের অপেক্ষা মেটার সুযোগ এসেছিল গত মরসুমে। মনোজ তিওয়ারির নেতৃত্বে ফাইনালে ওঠে বাংলা। শেষ ধাপে হোঁচট। লক্ষ্য পূরণে এ মরসুমেও বাংলাকে নেতৃত্ব দেবেন মনোজ তিওয়ারিই।

রঞ্জি ট্রফির নতুন মরসুমে বাংলার প্রথম দু-ম্যাচ অন্ধ্র ও উত্তরপ্রদেশের বিরুদ্ধে। দুটোই অ্যাওয়ে ম্যাচ। দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট স্কোয়াডে রয়েছেন বাংলার গুরুত্বপূর্ণ ব্যাটার অভিমন্যু ঈশ্বরণ। তাঁকে প্রথম দু-ম্যাচের বাংলার স্কোয়াডে রাখা হয়নি। একই কারণে পাওয়া যাবে না পেসার মুকেশ কুমারকেও। ১৮ সদস্যের স্কোয়াড বেছে নেওয়া হয়েছে। দল বাছাইয়ের মিটিংয়ে ছিলেন প্রধান কোচ লক্ষ্মীরতন শুক্লা, কোচ সৌরাশিস লাহিরী এবং অধিনায়ক মনোজ তিওয়ারিও।

ঘোষিত ১৮ সদস্যের বাংলা দল- মনোজ তিওয়ারি (ক্যাপ্টেন), অনুষ্টুপ মজুমদার, সুদীপ ঘরামি, অভিষেক পোড়েল, সৌরভ পাল, শ্রেয়াংশ ঘোষ, রনজ্যোৎ সিং খাইরা, শুভম চট্টোপাধ্যায়, আকাশ দীপ, ঈশান পোড়েল, প্রদীপ্ত প্রামাণিক, করণ লাল, কৌশিক মাইতি, মহম্মদ কাইফ, অঙ্কিত মিশ্র, প্রয়াষ রায় বর্মন, সুরজ সিন্ধু জয়সওয়াল, সুমন দাস।

এর মধ্যে সৌরভ পাল, শ্রেয়াংশ ঘোষ, শুভম চট্টোপাধ্যায়, কৌশিক মাইতি, সুরজ, সুমন দাসরা লাল বলের ক্রিকেটে বাংলা দলে পুরোপুরি নতুন মুখ।

 

রঞ্জি ট্রফিতে বাংলার সূচি

অন্ধ্রপ্রদেশ বনাম বাংলা, ০৫-০৮ জানুয়ারি, বিশাখাপত্তনম

উত্তরপ্রদেশ বনাম বাংলা, ১২-১৫ জানুয়ারি, কানপুর

বাংলা বনাম ছত্তিশগঢ়, ১৯-২২ জানুয়ারি, কলকাতা

অসম বনাম বাংলা, ২৬-২৯ জানুয়ারি, গুয়াহাটি

বাংলা বনাম মুম্বই, ০২-০৫ ফেব্রুয়ারি, কলকাতা

কেরল বনাম বাংলা, ০৯-১২ ফেব্রুয়ারি, থুম্বা

বাংলা বনাম বিহার, ১৬-১৯ ফেব্রুয়ারি, কলকাতা

Next Article