রঞ্জি ট্রফি শুরু হয়েছে। বাংলার অভিযান শুরু উত্তরপ্রদেশের বিরুদ্ধে। ম্যাচের প্রথম দিন সেঞ্চুরি করেছিলেন সুদীপ চট্টোপাধ্যায়। ৯০ রানের দুরন্ত ইনিংস সুদীপ ঘরামির। তারপরও ব্যাকফুটে চলে যায় বাংলা। মিডল অর্ডারে সাময়িক বিপর্যয় বাংলাকে অস্বস্তিতে রেখেছিল। শাহবাজ আহমেদের অলরাউন্ড পারফরম্যান্সে ঘুরে দাঁড়িয়েছে বাংলা। তবে এখনও অনেক লড়াই বাকি। প্রথম ম্যাচ থেকে কত পয়েন্ট নেওয়া যাবে, নির্ভর করবে তৃতীয় দিনের প্রথম সেশনে বাংলা কেমন বোলিং করে।
দুই সুদীপের দুরন্ত ইনিংসে ২৬৯-৭ স্কোরে প্রথম দিন শেষ করেছিল বাংলা। শাহবাজ একদিক আগলে না রাখলে হয়তো ২৫০-এর মধ্যেও গুটিয়ে যেতে পারত বাংলা। প্রথম দিন ২৬ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনও খুব বেশি রান যোগ করতে ব্যর্থ বাংলা। লোয়ার অর্ডারকে যতটা সম্ভব লড়াই শাহবাজের। ৪৪ রানে থামে তাঁর ইনিংস। বাংলার প্রথম ইনিংস শেষ হয় ৩১১ রানে।
বল হাতে বাংলার পেসারদের হতাশার পারফরম্যান্স। উত্তর প্রদেশের ওপেনিং জুটি ভাঙে ৮৩ রানে। ব্রেক থ্রু দেন বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার শাহবাজ আহমেদই। তিনে নামা প্রিয়ম গর্গকে দ্রুতই ফেরান পেসার মহম্মদ কাইফ। ক্যাপ্টেন তথা ওপেনার আর্য জুয়েলের সঙ্গে বড় রানের জুটি গড়েন নীতীশ রানা। এই জুটিও ভাঙেন শাহবাজই। প্রথম ইনিংসে এখনও অবধি ৬৪ ওভার ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে উত্তর প্রদেশ। মাত্র ৩ উইকেট হারিয়ে ১৯৮ রান তুলেছে তারা। ৯০ রানে ক্রিজে রয়েছেন ক্যাপ্টেন। বাংলা ১১৩ রানে এগিয়ে। তবে তৃতীয় দিনের প্রথম সেশনে বোলাররা দাপট দেখাতে না পারলে চাপ বাড়বে বাংলা শিবিরে।