রঞ্জি ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচ চলছে। বাংলা অভিযান শুরু করেছে উত্তরপ্রদেশের বিরুদ্ধে। ম্যাচের প্রথম দিন ব্যাকফুটেই ছিল বাংলা। তবে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে। সৌজন্যে শাহবাজ আহমেদ। ম্যাচের তৃতীয় দিন তাঁকে যোগ্য সঙ্গ দিলেন পেসার মুকেশ কুমারও। প্রথম ইনিংস লিড নিয়ে ম্যাচে চালকের আসনে বাংলাই। এমনকি এখান থেকে সরাসরি জয়ের স্বপ্নও দেখছে বাংলা শিবির। ম্যাচের আর একদিন বাকি হলেও তা সম্ভব।
প্রথম ইনিংসে সুদীপ চট্টোপাধ্যায়। ৯০ রানের ইনিংস খেলেছিলেন সুদীপ ঘরামি। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় প্রবল চাপে পড়েছিল বাংলা শিবির। তার উপর দলীপ এবং ইরানি কাপে দুর্দান্ত ছন্দে থাকা অভিমন্যু ঈশ্বরণও ব্যর্থ প্রথম ইনিংসে। শেষ দিকে শাহবাজ আহমেদের ব্যাটিংয়ে ভর করে ৩১১ করে বাংলা। বল হাতেও ভরসা দিলেন শাহবাজ। দ্বিতীয় দিনের শেষে ভালো জায়গাতেই ছিল উত্তরপ্রদেশ। তাদের ক্যাপ্টেন আর্য জুয়েল ৯০ রানে ক্রিজে থাকায় চাপ ছিল বাংলা শিবিরে।
তৃতীয় দিন শাহবাজের পাশাপাশি দুর্দান্ত বোলিং মুকেশ কুমারের। উত্তরপ্রদেশ ক্যাপ্টেন আর্যকে ফেরান মুকেশই। এতেই স্বস্তি ফেরে বাংলা শিবিরে। মুকেশ-শাহবাজের পেস ও স্পিন জুটির অনবদ্য বোলিংয়ে ২৯২ রানেই শেষ উত্তরপ্রদেশ। প্রথম ইনিংসের মতো দুর্দান্ত শুরু সুদীপ চট্টোপাধ্যায়ের। সঙ্গ দিলেন অভিমন্যুও। দুই অভিজ্ঞ ওপেনার তৃতীয় দিনের শেষে অবিচ্ছিন্ন জুটিতে যোগ করেছেন ১৪১ রান। সুদীপ ৫৯ এবং অভিমন্যু ৫৯ রানে ক্রিজে রয়েছেন। সব মিলিয়ে বাংলার লিড ১৬০। তৃতীয় দিন এই লিড ৩০০ অবধি নিয়ে উত্তরপ্রদেশকে অলআউট করার চেষ্টা থাকবে বাংলার।