Ishan Kishan: পাঁচ বছর পর ক্যাপ্টেন ঈশান কিষাণ, সহ অধিনায়ক বিরাট

Oct 09, 2024 | 5:25 PM

Ranji Trophy 2024: গত মরসুমে রঞ্জি ট্রফি না খেলে আইপিএলের প্রস্তুতি সারছিলেন ঈশান কিষাণ। মুম্বইয়ের ঘরোয়া টি-টোয়েন্টি ডিওয়াই পাটিল টুর্নামেন্ট খেলে আইপিএলে খেলেছিলেন। তাঁর আচরণে ক্ষুব্ধ হয়েছিলেন বোর্ড কর্তারা। বার্ষিক কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে দেওয়া হয় ঈশানকে। অবশেষে এ বার দলীপ ট্রফি দিয়ে ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে।

Ishan Kishan: পাঁচ বছর পর ক্যাপ্টেন ঈশান কিষাণ, সহ অধিনায়ক বিরাট
Image Credit source: Matt Roberts-ICC/Getty Images

Follow Us

ঘরোয়া ক্রিকেটে প্রবল বিতর্ক থেকে জাতীয় দলে সুযোগের অপেক্ষা। কোনও চেষ্টাতেই আর ফাঁক রাখতে নারাজ ঈশান কিষাণ। গত মরসুমে দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝপথেই দেশে ফিরেছিলেন ভারতের এই কিপার ব্যাটার। বোর্ডের তরফে তাঁকে ঘরোয়া ক্রিকেটে খেলতে বলা হয়েছিল। যজিও তা শোনেননি। কেন খেলবেন না তার কারণও জানাননি। হঠাৎই যেন উধাও হয়ে গিয়েছিলেন ঈশান কিষাণ। অবশেষে রঞ্জি ট্রফিতে ফিরলেন। তাও আবার ক্যাপ্টেন হিসেবে!

গত মরসুমে রঞ্জি ট্রফি না খেলে আইপিএলের প্রস্তুতি সারছিলেন ঈশান কিষাণ। মুম্বইয়ের ঘরোয়া টি-টোয়েন্টি ডিওয়াই পাটিল টুর্নামেন্ট খেলে আইপিএলে খেলেছিলেন। তাঁর আচরণে ক্ষুব্ধ হয়েছিলেন বোর্ড কর্তারা। বার্ষিক কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে দেওয়া হয় ঈশানকে। সকল ক্রিকেটারদের বার্তা দেওয়া হয়েছিল, জাতীয় দলের পুলে যাঁরা রয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে না থাকলে ঘরোয়া ক্রিকেটে খেলতেই হবে। অবশেষে এ বার দলীপ ট্রফি দিয়ে ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে। খেলেছেন ইরানি কাপেও। রঞ্জি ট্রফিতে এক মরসুম মিস করে ফিরলেন। দীর্ঘ পাঁচ বছর পর ক্যাপ্টেনও হলেন ঝাড়খণ্ডের এই কিপার-ব্যাটার।

আপাতত দু-ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থা। তাতে অধিনায়ক করা হয়েছে ঈশান কিষাণকে। গত মরসুমে ঝাড়খণ্ডকে নেতৃত্ব দিয়েছিলেন বিরাট সিং। যদিও শেষ ম্যাচে নেতৃত্ব দিয়ে অবসর ঘোষণা করেছিলেন সৌরভ তিওয়ারি। এ বার সেই বিরাট সিংকেই সহ অধিনায়ক করেছে ঝাড়খণ্ড।

ঝাড়খণ্ড রঞ্জি স্কোয়াড-ঈশান কিষাণ (ক্যাপ্টেন), বিরাট সিং (সহ-অধিনায়ক), কুমার কুশাগ্র, নাজিম সিদ্দিকি, আর্যমান সেন, শরণদীপ সিং, কুমার সুরজ, অনুকূল রায়, উৎকর্ষ সিং, সুপ্রিয় চক্রবর্তী, সৌরভ শেখর, বিকাশ কুমার, বিবেকানন্দ তিওয়ারি, মণীষী, রবি কুমার যাদব, রৌনক কুমার

Next Article