Ranji Trophy 2022-23: মায়াঙ্ক, সরফরাজের শতরান, আবেশের পাঁচ উইকেট
Ranji Trophy: ব্য়াট হাতেও নজর কেড়েছেন আবেশ। মাত্র ২৮ বলে ৩১ রানের ইনিংস খেলেছেন। না হলে মধ্য়প্রদেশ হয়তো ৩০০ রানের গণ্ডি পেরোতে পারত না।
বেঙ্গালুরু : রঞ্জি ট্রফি চতুর্থ রাউন্ডের ম্যাচ চলছে। নতুন বছরের শুরুটা খুবই ভালো হল মায়াঙ্ক আগরওয়ালের। জাতীয় দলে জমি হারিয়েছেন মায়াঙ্ক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁকে রিটেন করা হয়নি। মিনি অকশনে বিশাল দামে তাঁকে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। সম্ভবত তাঁকে অধিনায়কও করতে চলেছে সানরাইজার্স। সরকারি ঘোষণা না হলেও, মায়াঙ্ককে নিতে যে ভাবে ঝাঁপিয়েছিল সানরাইজার্স, ইঙ্গিত তেমনই। তার আগে রঞ্জি ট্রফিতে ভালো পারফরম্য়ান্স মায়াঙ্ক আগরওয়ালের আত্মবিশ্বাস বাড়াবে সন্দেহ নেই। শতরানের ইনিংসে জাতীয় দলে ফেরার লড়াইও জারি থাকল। অন্য ম্যাচে, পাঁচ উইকেট নিলেন আবেশ খান। রঞ্জি ট্রফির কয়েকটি ম্যাচের বিস্তারিত রিপোর্ট TV9Bangla-য়।
ছত্তিশগঢ়ের বিরুদ্ধে অপরাজিত শতরান করলেন কর্ণাটক অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল। রবি কুমার সামর্থের সঙ্গে ১৬৩ রানের ওপেনিং জুটি গড়েন। ১৯১ বলে ১০২ রানে অপরাজিত রয়েছেন মায়াঙ্ক। ৯টি বাউন্ডারি এবং ৫টি ওভার বাউন্ডারি মেরেছেন। রবি (৮১) আউট হওয়ার পর দলকে ভালো জায়গায় রেখেছেন কর্ণাটক অধিনায়ক। ছত্তিশগঢ়ের ৩১১ রানের জবাবে প্রথম ইনিংসে ইতিমধ্যেই ১ উইকেটে ২০২ রান তুলে নিয়েছে কর্ণাটক।
ইন্দোরে বিদর্ভের বিরুদ্ধে ভালো জায়গায় রয়েছে গত বারের চ্য়াম্পিয়ন মধ্যপ্রদেশ। জাতীয় দলের পেসার আবেশ খান অনবদ্য় বোলিং করেন। রজত পাতিদারের ১২১ রানের পরও মধ্যপ্রদেশ প্রথম ইনিংসে মাত্র ৩০৯ রানেই অলআউট। মধ্য়প্রদেশকে ম্যাচে ফেরায় বোলাররা। বিশেষ করে বলতে হয় আবেশের কথা। ১৯ ওভারে মাত্র ৩২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন আবেশ। দ্বিতীয় দিনের শেষে বিদর্ভের স্কোর ৭ উইকেটে ১৪৫। এখনও তারা পিছিয়ে ১৬৪ রানে। তার আগে ব্য়াট হাতেও নজর কেড়েছেন আবেশ। মাত্র ২৮ বলে ৩১ রানের ইনিংস খেলেছেন। না হলে মধ্য়প্রদেশ হয়তো ৩০০ রানের গণ্ডি পেরোতে পারত না।
মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে তামিলনাডুর বিরুদ্ধে সেঞ্চুরি করলেন সরফরাজ খান। গত মরসুমেও চোখ ধাঁধানো ফর্মে ছিলেন সরফরাজ। প্রথম ইনিংসে তামিলনাডুকে মাত্র ১৪৪ রানে অলআউট করে মুম্বই। জবাবে মুম্বই করে ৪৮১ রান। সরফরাজ ১৬২ রানের অনবদ্য ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ৬২ রান তুলেছে তামিলনাডু।