
নয়াদিল্লি: ক্রিকেটপ্রেমীদের জন্য খুশির খবর। প্রকাশ্যে এসেছে টি-২০ তে সেরাদের ক্রমতালিকা। বুধবার, চমকের সঙ্গে এই তালিকা প্রকাশ করেছে আইসিসি। সেরা বোলার হিসবে প্রথমে জায়গা করে নিয়েছেন ভারতীয় তারকা রবি বিষ্ণোই (Ravi Bishnoi) । আফগান পেসার রশিদ খানকে পিছনে ফেলে দিয়েছেন এই তারকা। সদ্য শেষ হওয়া ভারত-অস্ট্রেলিয়া সিরিজে দেশের জার্সিতে নজর কেড়েছেন বিষ্ণোই। এ বার সেই সাফল্যের দাম পেলেন তিনি। ব্যাটারদের মধ্যে শীর্ষে রয়েছেন সূর্যকুমার যাদব। টি-২০ র ক্রমতালিকায় সেরা দশ ব্যাটারদের মধ্যে রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। আর কোন কোন তারকা রয়েছেন আইসিসির সেরার তালিকায়? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
A rising 🇮🇳 star is crowned the new No.1 T20I bowler!
More on the latest @MRFWorldwide ICC Men’s Player Rankings 👇https://t.co/jt2tgtr6bD
— ICC (@ICC) December 6, 2023
ঘরের মাঠে ভারতকে ছয় উইকেটে হারিয়ে বিশ্বকাপ নিয়ে দেশে ফিরেছে অজিরা। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেও, শেষ রক্ষা হয়নি ভারতের। ঘরের মাঠে বিশ্বকাপ হাতছাড়ার বেদনাকে সঙ্গে নিয়েই পাঁচ দিনের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল টিম ইন্ডিয়া। সূর্যকুমারের নেতৃত্বে সেই সিরিজ জিতে ভারতীয় শিবিরে খানিকটা স্বস্তি ফিরিয়েছে মেন ইন ব্লু। এ বার বুধবার সকালে ভারতীয় শিবিরে খুশির হাওয়া। আইসিসির টি-২০ ক্রমতালিকায় সেরা বোলার হিসেবে বিবেচিত হয়েছেন রবি বিষ্ণোই। এই প্রথম আইসিসির সেরার তালিকায় জায়গা করে নিলেন তিনি। রবির মকুটে যোগ গল নয়া পালক। সদ্য শেষ হওয়া ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ছাপ ফেলেছিলেন বিষ্ণোই। পুরো টুর্নামেন্টে তুলে নিয়েছেন ৯ উইকেট। ৬৯৯ পয়েন্ট পেয়েছেন তিনি। সেরা বোলারের ক্রমতালিকায় দ্বিতীয়তে রয়েছেন আফগান পেসার রশিদ খান। তাঁকে পিছনে ফেলে দিয়েছেন বিষ্ণোই। ভালো পারফরম্যান্সের ফল হাতেনাতে পেলেন তিনি।
সেরা ব্যাটার হিসেবে শীর্ষে রয়েছেন বিষ্ণোইদের নেতা সূর্যকুমার যাদব। ব্যাটারদের তালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছেন ভারতের তরুণ ব্যাটার ঋতুরাজ গাইকোয়াড়। ৫ ম্যাচে ২৩৩ রান করে ক্রমতালিকার সপ্তমে নাম লিখিয়েছেন ঋতুরাজ। সেরা অলরাউন্ডারের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। হার্দিক পান্ডিয়া রয়েছেন তৃতীয় স্থানে। আর কয়েকদিনের মধ্যেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত। টি-২০ দলে রয়েছেন বিষ্ণোই, ঋতুরাজরা। এই রেকর্ড ধরে রাখার সুযোগ থাকবে তাঁদের কাছে।