
বেঙ্গালুরু: বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) অন্তিম লগ্নে এসে পৌঁছেছে বিশ্বকাপ। দীপাবলির শুভদিনে নবম জয়ের সন্ধানে নেদারল্যান্ডসের মুখোমুখি ভারত। চলতি বিশ্বকাপে স্বপ্নের ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া। একের পর এক দুর্দান্ত ইনিংস উপহার দিয়ে চলেছেন রোহিত শর্মা,বিরাট কোহলিরা। আট ম্যাচের আটটিতেই সাফল্য। ব্য়াটিং, বোলিং সবেতেই ফুল ফোটাচ্ছেন রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। অপরাজিত থেকে বিশ্বকাপের ট্রফি উঠুক ভারতের হাতে, এই আশায় বুক বাঁধছেন ক্রিকেটপ্রেমীরা। এই প্রসঙ্গে ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বলছেন, ‘এ বার না পারলে, আরও তিন বিশ্বকাপ অপেক্ষা করতে হবে ভারতকে।’ আর কী বলছেন শাস্ত্রী? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
চলতি বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স এক কথায় অনবদ্য। সব ফর্মেই কামাল করছে টিম ইন্ডিয়া। দিকে-দিকে বিরাট-রোহিত বন্দনায় মেতেছে ক্রিকেটপ্রেমীরা। দলকে শুভেচ্ছা বার্তা, আশীর্বাদ ছুড়ে দিচ্ছে সিনিয়ররা। ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর মুখেও শোনা গেল দলের প্রশংসা। সম্প্রতি এক পডকাস্টে শাস্ত্রীকে বলতে শোনা গিয়েছে, “ভারত এখন কার্যত উন্মাদ হয়ে গিয়েছে। শেষ ১২ বছর আগে বিশ্বকাপ এসেছিল দেশে। ফের আর এক বার বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে দলের সামনে। যে ফর্মে রয়েছে ভারত, তাতে আমি মনে করি এটাই বিশ্বকাপ জেতার সেরা সুযোগ টিম ইন্ডিয়ার কাছে।” তবে ভারত হারলে কী হবে সেই ভবিষ্যদ্বানীও করে ফেলেছেন প্রাক্তন কোচ। এই প্রসঙ্গে তিনি বলেন, “যদি না এ বারে বিশ্বকাপ জিততে পারে ভারত, তবে জেতার কথা ভাবতে হলে আরও তিনটে বিশ্বকাপ অপেক্ষা করতে হবে ।”
দলের ফর্ম নিয়েও বক্তব্য রেখেছেন শাস্ত্রী। তাঁর মতে, এই বিশ্বকাপে সেরা দল নিয়ে লড়ছে ভারত। যা রাতারাতি তৈরি হয়নি। এই বিষয়ে তাঁর বক্তব্য়, “সেরা দলটা নিয়ে এগোচ্ছে ভারত। এটা রাতারাতি হয়নি। এর পিছনে অনেক কসরত রয়েছে। টানা চার পাঁচ বছর একে অপরের বিরুদ্ধে খেলে নিজেদের গড়েছে ছেলেরা। ” ভারতের আক্রমণে খুশি শাস্ত্রী। তাঁর কথায়, “ভারতের বোলিং দেখলেই বোঝা যায় লক্ষ্য স্থির ওদের। একটাও শর্ট বল দেখেছেন? ওদের লক্ষ্যই সোজা স্টাম্প। সেটাই করছে। শেষ ৫০ বছরে ভারতের এই বোলিং অ্য়াটাক দেখা যায়নি।” প্রসঙ্গত, আজকের ম্য়াচে ডাচদের হারাতে পারলে টানা জয় দিয়ে লিগ পর্বকে বিদায় জানাবে রোহিত শর্মা ব্রিগেড।