মুম্বই: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে গত সাইকেলে সবচেয়ে বেশি উইকেট শিকারি। ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে খেলারই সুযোগ পাননি রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ড থেকে ফিরেই নানা মন্তব্য করেছিলেন। ফাইনালের বহু আগেই ইংল্যান্ডে পৌঁছেছিলেন রবি অশ্বিন। ওভালে স্পিনারদের জন্য সাহায্য থাকে। স্বাভাবিক ভাবেই প্রত্যাশা ছিল, জাডেজার পাশাপাশি ভারতের একাদশে থাকবেন অশ্বিনও। কার্যক্ষেত্রে হয়নি। অশ্বিনের একটি মন্তব্য বিতর্ক তৈরি করেছিল। অশ্বিন বলেছিলেন, ‘টিমে আগে সকলে বন্ধু ছিল, এখন শুধুই সতীর্থ।’ বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
রবিচন্দ্র অশ্বিনের মন্তব্য ভারতীয় ক্রিকেটে সাড়া ফেলে দিয়েছে। তাঁকে না খেলানো নিয়েই যে রোহিত এবং টিমের সিনিয়র ও ম্যানেজমেন্টের দিকে তোপ দেগেছেন অশ্বিন, পরিষ্কার। বন্ধু থেকে সতীর্থ কিংবা সহকর্মী হয়ে উঠেছেন রোহিতরা! অনেকেই অশ্বিনের এই মন্তব্যকে সমর্থন করেছেন। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনেক মন্তব্য নিয়ে মুখ খুললেন ভারতের ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য রবি শাস্ত্রী।
একটি সাক্ষাৎকারে অশ্বিনের মন্তব্য প্রসঙ্গে জানতে চাওয়া হয় রবি শাস্ত্রীর কাছে। ভারতীয় দলের প্রাক্তন কোচ বলেন, ‘আমার কাছে সবসময়ই সতীর্থই ছিল। এখনও তাই। একটা সহজ বিষয় বলি, কাউকে যদি জিজ্ঞেস করেন, ক-জন কাছের বন্ধু রয়েছে, সে হয়তো রিপ্লাই দেবে, ৪-৫ জন। আমার জীবনেও পাঁচ জন ক্লোজ বন্ধু রয়েছে। এর বেশি আমি চাইও না। মোদ্দা কথা যেটা বলতে চাইছি, কমেন্ট্রি বক্সেও সকলে সহকর্মীই।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে ভারত। টানা দ্বিতীয় বার ফাইনালে হার। এ বার অশ্বিনকে বাদ দেওয়া নিয়ে অনেকেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন। অশ্বিন থাকলে ম্যাচের রং বদলাতে পারতো বলেই মনে করেন সুনীল গাভাসকরের প্রাক্তন ক্রিকেটারও।