পুনে: ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচেই দারুণ জয় পেয়েছে ভারতীয় টিম। তার পর টিমের (team) সঙ্গে লাঞ্চ (lunch) করার ছবি (picture) পোস্ট করলেন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। বিরাট কোহলি, রোহিত শর্মা, শার্দূল ঠাকুর, ঋষভ পন্থ, ক্রুণাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহালদের সঙ্গে চুটিয়ে আড্ডার মুহূর্ত তুলে ধরেছেন তিনি।
ওই ছবি পোস্ট করে শাস্ত্রী লিখেছেন, ‘বাবল হোক আর না-ই হোক, পুরো টিম একসঙ্গে। সাফল্য আসবেই, যেটা অনুসরণ করবে অন্যরা। পুনেতে দারুণ একটা দিন কাটাচ্ছি আমরা।’
The pack that stays together. Bubble or no bubble. Results will come and go for others to follow. Great day in lovely Pune ???? #TeamIndia pic.twitter.com/ErKLBgn9N9
— Ravi Shastri (@RaviShastriOfc) March 24, 2021
প্রথম ওয়ান ডে ম্যাচে পুরো ভারতীয় টিম চমত্কার ক্রিকেট খেলেছে। টি-টোয়েন্টির মতো পঞ্চাশ ওভারের ম্যাচেও যে যথেষ্ট ভারসাম্য আছে টিমে, সেটাই তুলে ধরেছেন কোহলিরা। ব্যাটসম্যানরা যেমন রান পেয়েছেন, তেমনই বোলাররা মেলে ধরেছেন নিজেদের। পাল্টা রান তাড়া করতে নেমে জনি বেয়ারস্টা ৯৪ রানের বিস্ফোরক ইনিংস খেললেও ভারতের ৬৬ রানে জিততে অসুবিধা হয়নি। ভারতীয় টিমের সাফল্যের সঙ্গে অনেকেই মুগ্ধ প্রথম বার ওয়ান ডে খেলতে নামা ক্রুণাল পান্ডিয়া ও প্রসিধ কৃষ্ণায়। ৩১ বলে নট আউট ৫৮ রানের ইনিংস খেলেছেন ক্রুণাল। প্রসিধ আবার ৫৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।
আরও পড়ুন : চোটে অনিশ্চিত মর্গ্যান, বিলিংস
প্রসিধও টুইটারে লিখেছেন, ‘ভারতীয় টিমের সঙ্গে প্রথম দিন দারুণ কাটিয়েছি। শেষ পর্যন্ত জিতেছি আমরা। তবে, শেষ ভাল যার, সব ভাল তার। স্পেশাল ম্যাচটা খেলার পর উপভোগ করছি। ভবিষ্যতে আরও এইরকম ম্যাচ খেলব।’