ম্যাচ শেষে গাব্বায় শাস্ত্রীয় স্যালুট

ম্যাচ শেষে ড্রেসিংরুমে কোচ রবি শাস্ত্রী বললেন, এমন জয় রোজ আসবে না। সেলিব্রেট করার কোনও সুযোগ যেন টিম ইন্ডিয়ার সদস্যরা না ছাড়ে।

ম্যাচ শেষে গাব্বায় শাস্ত্রীয় স্যালুট
ম্যাচ শেষে গাব্বায় শাস্ত্রীয় দর্শন। (সৌজন্যে-বিসিসিআই টুইটার)

| Edited By: sushovan mukherjee

Jan 20, 2021 | 12:23 PM

ব্রিসবেন: পরপর দুবার। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়। ঐতিহাসিক ঘটনা। শেষ বার বিরাটের দল যখন বর্ডার গাভাসকর ট্রফি হাত তুলে নিয়েছিল, তখন দাম্ভিক অজিরা সেটা মেনে নিতে পারেনি। তাদের অজুহাত ছিল স্মিথ, ওয়ার্নার দলে থাকলে ফলটা অন্যরকম হত। এবার স্মিথ, ওয়ার্নার ছিলেন। উল্টো দিকে ভারতের সঙ্গে বিরাট ছিলেন না। একের পর এক চোটে দল মিনি হাসপাতাল। গাব্বায় যে বোলাররা মাঠে নামলেন তাদের সবার অভিজ্ঞতা মিলিয়ে পাঁচটি টেস্ট হবে না। সেই দলটাই গাব্বায় অস্ট্রেলিয়ার দম্ভ মাটিতে মিশিয়ে দিল।

শাস্ত্রীয় দর্শন। (সৌজন্যে-বিসিসিআই টুইটার)

ম্যাচ শেষে ড্রেসিংরুমে কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) তাই ঠিক কথাই বললেন, এমন জয় রোজ আসবে না। সেলিব্রেট করার কোনও সুযোগ যেন টিম ইন্ডিয়ার সদস্যরা না ছাড়ে। করোনা, বায়ো বাবল, কোয়ারান্টিন, চোটের মত একের পর এক প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে জয়।

 

 

অস্ট্রেলিয়ার মাটিতে আরও একবার তেরঙ্গা উড়িয়ে দেশে ফিরছে দল। এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই। অস্ট্রেলিয়া সফর প্রমাণ করে দিয়েছে টিম ইন্ডিয়া তৈরি। শুধু ১১ বা ১৬ জনের দল নয়। টিম ইন্ডিয়ার রিজার্ভ বেঞ্চও তাবড় তাবড় প্রতিপক্ষকে মাটিতে মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।