Virat vs Gambhir: ‘দু’জনকে একঘরে বসানো হোক’, বিরাট-গম্ভীর বিবাদে আসরে শাস্ত্রীজি

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

May 03, 2023 | 9:18 AM

Ravi Shastri: ম্যাচ শেষে গম্ভীরের সঙ্গে বিরাটের (Virat Kohli) কথা কাটাকাটি। এসব দেখে ব্যথিত ভারতীয় দলের প্রাক্তন কোচ এবং আইপিএলে ধারাভাষ্যকার রবি শাস্ত্রী।

Virat vs Gambhir: দুজনকে একঘরে বসানো হোক, বিরাট-গম্ভীর বিবাদে আসরে শাস্ত্রীজি
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: আইপিএলে (IPL 2023) বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মধ্যে তুমুল বিবাদ নিয়ে হতাশ প্রাক্তন ক্রিকেটাররা। লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে খেলা ম্যাচে কোহলি (Virat Kohli) ও গম্ভীরের মধ্যে বাকবিতণ্ডা হয়। গম্ভীরের (Gautam Gambhir) আগে, লখনউয়ের পেসার নবীন উল হকের সঙ্গে বিরাটের তর্ক লেগেছিল। ম্যাচ শেষে গম্ভীরের সঙ্গে কথা কাটাকাটি। এসব দেখে ব্যথিত ভারতীয় দলের প্রাক্তন কোচ এবং আইপিএলে ধারাভাষ্যকার রবি শাস্ত্রী (Ravi Shastri)। এই ঘটনায় বিরাট এবং গম্ভীরের মধ্যে মিটমাট করতে প্রস্তুত তিনি। সম্প্রচারকারী চ্যানেলে শাস্ত্রী বলেছেন, ‘আমি দুজনের মধ্যে মিটমাট করতে প্রস্তুত। এই ধরনের সমস্যা বন্ধ দরজার আড়ালে সমাধান করাই ভাল।” বিস্তারিত রইল TV9 Bangla Sports– এই প্রতিবেদনে।

শাস্ত্রী বলেন, ‘আমার মনে হয় এই ব্যাপারটা দুই তিন দিনের মধ্যে মিটে যাবে। বিরাট এবং গম্ভীর যখন বিষয়টি নিয়ে চিন্তা করবেন, তখন তারা বুঝতে পারবেন যে দু’জনেই পরিস্থিতি আরও ভালভাবে সামলাতে পারতেন। দু’জনেই ঘরোয়া ক্রিকেটে দিল্লি হয়ে খেলেছেন। গৌতম গম্ভীর একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়। ভারতকে দু’টি বিশ্বকাপ জেতাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আর বিরাট একজন আইকন এবং একজন তারকা।

শাস্ত্রী আরও বলেন, “এর পর বিরাট ও গম্ভীর যে একে অপরের মুখোমুখি হবেন না তা নয়। এই দুই দলই আবার এই লিগে খেলবে। এই অবস্থায় উভয়কে একসঙ্গে বসে তাদের মধ্যে সমস্যা মিটিয়ে নেওয়াটাই সবথেকে ভালো কাজ হবে। এই বিবাদ মেটানোর জন্য যে উদ্যোগই নেওয়া হোক না কেন, তা সমানভাবে ভালো হবে। বিবাদ আরও বাড়ুক, তা কেউই চায় না। বিষয়টির সুরাহা না হলে পরের বার যখন দু’জনের দেখা হবে, তখন ফের কিছু না কিছু নিয়ে কথা হবে। তারপর দেখা যাবে সমস্যা আরও গুরুতর আকার ধারণ করেছে। আমাকে যদি দুজনের মধ্যে সমঝোতা করতে হয়, তাহলে করব।”

Next Article