IND vs AUS, WTC : ফাইনালের আগে সেরা একাদশ বাছলেন ভারতের প্রাক্তন কোচ

WTC FINAL 2023 : টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়ার নেতৃত্বে যথাক্রমে রোহিত শর্মা ও প্যাট কামিন্স। রবি শাস্ত্রী এই মিলিত একাদশের নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মাকে।

IND vs AUS, WTC : ফাইনালের আগে সেরা একাদশ বাছলেন ভারতের প্রাক্তন কোচ
Image Credit source: ICC
Follow Us:
| Edited By: | Updated on: May 23, 2023 | 7:30 AM

কলকাতা : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের একাদশ কী হতে পারে? তা হয়তো অনেকটা আন্দাজ করা যায়। যদিও আইপিএল শেষ না হওয়া অবধি ঝুঁকি কমছে না। আইপিএলের প্লে-অফে উঠেছে গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস, লখনউ সুপার জায়ান্টস এবং মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের মাঝেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন লোকেশ রাহুল। ফলে এখনও একটা আতঙ্ক কাজ করছেই। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিংবা যে দলগুলি প্লে-অফে জায়গা করে নিতে পারেনি, সেখানেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্কোয়াডে অনেকেই রয়েছেন। ফলে তাঁরা আগে ভাগে ইংল্যান্ডে গিয়ে প্রস্তুতি নিতে পারবেন। ফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া। আইসিসি রিভিউতে ভারত-অস্ট্রেলিয়া মিলিত একটি একাদশ তৈরি করেছেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। ভারত থেকে কারা সুযোগ পেলেন, কী হল একাদশ! বিস্তারিত রইল TV9Bangla Sports -এর এই প্রতিবেদনে।

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়ার নেতৃত্বে যথাক্রমে রোহিত শর্মা ও প্যাট কামিন্স। রবি শাস্ত্রী এই মিলিত একাদশের নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মাকে। তার কারণ হিসেবে রবি শাস্ত্রী বলছেন, ‘আমি রোহিতকেই নেতা রাখছি কারণ অভিজ্ঞতার দিক থেকে প্যাটের (কামিন্স) থেকে অনেকটাই এগিয়ে রোহিত। দীর্ঘ সময় অভিজ্ঞ ক্যাপ্টেনদের সঙ্গে খেলেছে এবং নেতৃত্বও দিয়েছে।’ তারপরই শাস্ত্রী যোগ করলেন, ‘অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্টিভ স্মিথ থাকলে, সে ক্ষেত্রে হয়তো আমাকে অনেক বেশি ভাবতে হত। যেহেতু প্যাট কামিন্স অধিনায়ক সে দিক থেকে রোহিতকে এগিয়ে রাখছি। আর রোহিত ক্যাপ্টেনের পাশাপাশি ওপেনারের দায়িত্বও সামলাবেন।’

রবি শাস্ত্রীর বেছে নেওয়া এই মিলিত একাদশে রয়েছেন ভারতের মাত্র চারজন। অধিনায়ক রোহিত শর্মা ছাড়া এই একাদশে ঠাই হয়েছে বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজা এবং মহম্মদ সামির। রবি শাস্ত্রী যে মিলিত একাদশ বেছে নিয়েছেন তা হল- রোহিত শর্মা (ক্যাপ্টেন), উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, বিরাট কোহলি, স্টিভ স্মিথ, রবীন্দ্র জাডেজা, অ্যালেক্স ক্যারি (কিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিয়ঁ, মহম্মদ সামি।