নয়াদিল্লি: টি-২০-র (T20) ক্যাপ্টেন্সি ছাড়ার পর অন্য ফর্ম্যাটের অধিনায়কের পদ থেকেও সরে আসতে পারেন বিরাট কোহলি (Virat Kohli)। এমনটাই বলছেন ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। করোনাকালে কাজের চাপ সামলানোর জন্যই এমন সিদ্ধান্ত নিতে পারেন ভিকে। এবং অবশ্যই কোহলির ফোকাসে রয়েছে তাঁর ব্যাটিংয়ে আরও উন্নতি করা। বরাবর তিনি নিজের ফিটনেস, নিজের পারফরম্যান্স নিয়ে ভীষণ ফোকাসড। ফলে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটের ক্যাপ্টেন্সি ছাড়ার পর বাকি দুই ফর্ম্যাটের দায়িত্ব ছেড়ে শুধু ব্যাটিংয়ে মনোযোগ দিলে খুব চমকে যাওয়ার মতো কিছু নেই। ভিকের পারফরম্যান্সই আসল।
দীর্ঘদিন বাবলে থাকার ক্লান্তি কাটিয়ে তরতাজা ভাবে দলকে পরিচালনা করতে তিনি ফিরবেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে। কিউয়িদের বিরুদ্ধে টি-২০ সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে, রবি শাস্ত্রী বলেন, “লাল বলের ক্রিকেটে ওর ক্যাপ্টেন্সিতে গত পাঁচ বছর ধরে এক নম্বরে রয়েছে ভারত। যদি না ও এটা ছেড়ে দিতে চায়, বা সে মানসিকভাবে ক্লান্ত না হয়ে পড়ে। তখন বিরাট বলতে পারে যে ও ব্যাটিংয়ে ফোকাস করতে চায়। এটা কিন্তু অদূর ভবিষ্যতে ঘটতে পারে।”
তবে শাস্ত্রী এও বলছেন খুব তাড়াতাড়ি সব ফর্ম্যাটের অধিনায়কের পদ ছেড়ে না দিলেও, পরবর্তীতে তিনি এই সিদ্ধান্ত নিতেই পারেন। শাস্ত্রীর কথায়, “এট এক্ষুনি হবে না, তবে এটা হতেই পারে। সাদা বলের ক্রিকেটেও একই ঘটনা ঘটতে পারে। ও বলতে পারে যে ও টেস্ট অধিনায়কত্বের দিকে যথেষ্ট মনোনিবেশ করেছে। এটা ওর মন এবং শরীরের ওপর নির্ভর করছে, যে ও কী সিদ্ধান্ত নেবে।”
তবে কোহলি প্রথম ক্যাপ্টেন হবেন না যিনি ব্যাটিংয়ে ফোকাস করার জন্য ক্যাপ্টেন্সি ছেড়ে দিচ্ছেন। শাস্ত্রী বলেন, “তবে অনেক সফল প্লেয়ার তাঁদের দলের হয়ে ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার জন্য অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন।” শাস্ত্রীর মতে কোহলি এখন পর্যন্ত ভারতের সব থেকে যোগ্য ক্রিকেটার। বিরাটদের প্রাক্তন হেড স্যার বলেন, “ও নিশ্চিতভাবে রানের জন্য, জয়ের জন্য ক্ষুধার্ত, দলের যে কারও চেয়ে ফিট। এতে কোনও সন্দেহ নেই। নিজে যখন শারীরিকভাবে ফিট থাকবে, তখন তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবে। অধিনায়কত্বের ক্ষেত্রে এটা ওর সিদ্ধান্ত হবে। তবে আমি দেখছি ও কিছু করতে পারে কিনা। সাদা বলের ক্রিকেটকে না বলতেই পারে ও, কিন্তু লাল বলে ওর খেলা চালিয়ে যাওয়া উচিত। কারণ ও টেস্ট ক্রিকেটের সেরা তারকা। এটাই ওকে এগিয়ে যেতে সাহায্য করবে।”
করোনাকালে বাবল-ক্লান্তি কাটানোটা সব প্লেয়ারদেরই জরুরি। বিরতি না নিলে গেমে তরতাজা থাকা যায় না। বিশ্বকাপ চলাকালীন এই মত ছিল শাস্ত্রীর এবং এখনও এমনটাই বলছেন তিনি।