
নয়াদিল্লি: অবশেষে হারের তকমা ঘুচলো। বুধবার নেদারল্যান্ডসকে (Netherlands) হারিয়ে অনেক দিন পর জয়ের স্বাদ পেয়েছে ইংরেজরা। ডাচদের হারিয়ে দশম স্থান থেকে সপ্তমে এসেছে জস বাটলারের দল। বুধবার ইংল্যান্ড-নেদরল্যান্ডস ম্য়াচ চলাকালীন কমেন্ট্রি বক্সে এক মজার মন্তব্য করে বসলেন ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। বলে বসলেন, “ইংরেজদের ক্রিকেট ও হিন্দি দুটোই শিখিয়ে দেবো।” কেন এমন বললেন শাস্ত্রী? বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বুধবার নেদারল্যান্ডসে পরাজিত করে বিশ্বকাপের খড়া কাটিয়েছেন বেন স্টোকসরা। ম্যাচ চলাকালীন মাঠে উপস্থিত এক দর্শক একটি পোস্টার তুলে ধরেন। যাতে লেখা ছিল, “ইংল্যান্ড দলের একজন ভারতীয় কোচ দরকার।” এরপর কমেন্ট্রি বক্সে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান শাস্ত্রীর দিকে প্রশ্ন ছুড়ে দেন যে তিনি ইংল্যান্ডের কোচ হিসেবে দায়িত্ব নিতে চান কি না তিনি। উত্তরে শাস্ত্রী মজা করে বলেন, “হ্যাঁ, আমাকে যদি ডাকা হয় আমি রাজি। শুধু ক্রিকেটই নয়, ইংল্যান্ডকে হিন্দিটাও শিখিয়ে দেব।” এই মুহূর্তের ভিডিয়োটি ভীষণভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি, ইংল্যান্ডের পারফরম্যান্সের জন্য তাদের কটাক্ষ করেছিলেন। একটি সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, ইংল্যান্ডবাসীর আশায় জল ঢালছেন জস বাটলাররা। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, “সব ম্যাচেই বাজেভাবে হারছে ইংল্যান্ড। এরপর আর ইংল্য়ান্ডকে বিশ্বচ্যাম্পিয়ন বলে মানা যায় না। এইরকম পারফরম্যান্সের পরও কোনও হেলদোল নেই ইংরেজদের।”
এখানেই শেষ নয়, শেষে যোগ করেন, “এ বার ইংল্যান্ডকে নিজেদের সম্মান বাঁচানোর জন্য় হলেও খেলতে হবে। নইলে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতাও অর্জন করতে পারবেন না ইংল্যান্ড।” থ্রি লায়ন্সদের পারফরম্যান্সের নিন্দে করতে কোনও দিক থেকেই ছাড়ছেন না শাস্ত্রী তা স্পষ্ট তাঁর কথায়।