Ravi Shastri : বিশ্বকাপের পরই রোহিতকে হঠাও, সাদা বলে আগামী ক্যাপ্টেন বেছে নিলেন শাস্ত্রী
রোহিত শর্মার পর ভারতীয় দলের পরবর্তী ক্যাপ্টেন কে? পছন্দের অধিনায়ক বেছে নিলেন জাতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী।
কলকাতা: বিরাট কোহলির পরবর্তী ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মার উপর ভরসা রেখেছে বিসিসিআই (BCCI)। রোহিতের বছর দেড়েকের ক্যাপ্টেন্সিতে টি-২০ বিশ্বকাপ, এশিয়া কাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেছে ভারত। সবকটিতেই ব্যর্থতা। দ্বিপাক্ষিক সিরিজে ‘বাঘ’ হলেও আইসিসি বা এসিসি টুর্নামেন্টে ভারতের ব্যর্থতা জারি। সদ্য WTC ফাইনালে মুখ থুবড়ে পড়েছিল টিম ইন্ডিয়া। তারপর থেকে নেতৃত্ব থেকে রোহিতকে সরানোর জোর দাবি উঠছে। রোহিতের বয়স এখন ৩৬ বছর। ফলে কতদিন তাঁর নেতৃত্ব থাকবে তা নিয়ে সন্দেহ থেকেই যায়। যতই সমালোচনা চলুক, ওডিআই বিশ্বকাপ পর্যন্ত রোহিতের গায়ে আঁচড় লাগবে না তা অনায়াসে বলা যায়। কিন্তু তারপর? কার হাতে ভারতীয় দলের ভার তুলে দেওয়া হবে সেটাই বড় মাথাব্যথা বিসিসিআইয়ের। বোর্ডের এই সমস্যা সমাধানের চেষ্টা করলেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। টেস্ট নয়, সীমিত ওভারে যোগ্য ক্যাপ্টেন খুঁজে দিলেন তিনি। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
রোহিত পরবর্তী সময়ে কোনও এক সিনিয়র ক্রিকেটারের উপর বর্তাবে ক্যাপ্টেন্সির দায়িত্ব। লোকেশ রাহুল, ঋষভ পন্থ বা শ্রেয়স আইয়ারদের কথা ভাবা হচ্ছে। তবে সীমিত ওভারে, বিশেষ করে টি-২০ ফরম্যাটে হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন হওয়া মোটামুটি নিশ্চিত। আইপিএলের সময় রোহিত শর্মা জানিয়ে দিয়েছিলেন যে, টি-২০তে আর খেলবেন কি না খুব শীঘ্রই জানিয়ে দেবেন। ২০২৪ টি-২০ বিশ্বকাপে হার্দিকের নেতৃত্বে ভারতের খেলার সম্ভাবনা প্রবল। ২০২২ টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার পর থেকে কুড়ি বিশে হার্দিক নেতৃত্ব দিচ্ছেন। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে তিনিই হয়তো নেতৃত্ব দেবেন। তবে প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর মতে, দুটি ফরম্যাটেই (ওডিআই এবং টি-২০)-তে হার্দিক পান্ডিয়াকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া উচিত।
শাস্ত্রী বলেছেন, “আমার মতে হার্দিক পান্ডিয়ার শরীর টেস্ট ক্রিকেটের ধকল সইতে পারবে না। তাই বলব, ওকে ওডিআই এবং টি-২০ ফরম্যাটের ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হোক। বিশ্বকাপে রোহিত শর্মা ক্যাপ্টেন থাকবেন এতে সন্দেহ নেই। বিশ্বকাপের পরে যদি শরীর ফিট থাকে তাহলে সাদা বলের ফরম্যাটে হার্দিককে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত।”