
রবি শাস্ত্রী তাঁর আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছিলেন ১৮ বছর বয়সে। শাস্ত্রীর টেস্ট অভিষেক হয় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৯৮১ সালে। (সৌজন্যে-টুইটার)

১৯৮৫ সালে রবি শাস্ত্রী অস্ট্রেলিয়ার ক্রিকেট বিশ্ব চ্যাম্পিয়নশিপে "চ্যাম্পিয়নস অফ চ্যাম্পিয়নস" নির্বাচিত হয়েছিলেন।(সৌজন্যে- টুইটার)

রবি শাস্ত্রীর কেরিয়ারে "চাপাটি শট" তাঁকে একসময় বিখ্যাত করে তুলেছিল।(সৌজন্যে-টুইটার)

ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে খেলতেন শাস্ত্রী। (সৌজন্যে- বিসিসিআই টুইটার)

কেরিয়ারে ২৩০ টি আন্তর্জাতিক ম্যাচে ৬৯৩৮ রান করেছেন। পাশাপাশি ২৮০ টি উইকেটও নিয়েছেন শাস্ত্রী।(সৌজন্যে-টুইটার)